এর আগে আমরা চাষের জমিতে এমন ঘটনা ঘটতে দেখেছি। সবজি চুরি ঠেকাতে বৈদ্যুতিন তারের বেড়া তৈরি করে রাখেন মালিকরা। দুর্ঘটনাবশত সেই তারের সংস্পর্শে এসে অনেকের মৃত্যু হয়েছে। এগরার ঘটনাটিতে তেমন কিছুই ঘটেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
আরও পড়ুন: রাত ১ টায় বিস্ফোরণে কাঁপল মধ্যমগ্রাম! নেপথ্যে উত্তরপ্রদেশ যোগ?
advertisement
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, ভেড়ির পাশ থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর। নাম গৌর বেরা। তিনি ওখানকারই বাসিন্দা। স্থানীয় একটি সূত্রে দাবি করা হয়েছে, প্রতিদিন ওই ভেড়ি থেকে মাছ চুরি হয়ে যেত। সেটা ঠেকাতেই ভেড়ির চারিপাশে বৈদ্যুতিন তারের বেড়া তৈরি করা হয়। ওই এলাকার বিভিন্ন মাছের ভেড়িতে এটা পরিচিত দৃশ্য হয়ে উঠেছিল। এই প্রসঙ্গে মৃত গৌড় বেরা’র দিকে অভিযোগের আঙুল তুলে ভেড়ি মালিকদের একাংশের বক্তব্য, ওই ব্যক্তি নিয়মিত সেখান থেকে মাছ চুরি করতেন। বারবার বারণ করা সত্ত্বেও শোনেননি। সম্ভবত মাছ চুরি করতে এসেই বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন তিনি। আর তাতেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় এগুলা থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে নিয়মমাফিক ময়নাতদন্তে পাঠিয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।