জয়নগর থানার অধীনে থাকা দক্ষিণ বারাসত মহাশ্মশানে রাজ্যের পুর ও নগরান্নয়ন দফতরের আর্থিক সহায়তায় ২ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে নতুন বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হবে। সেই চুল্লি নির্মাণের শুভারম্ভ হয়। চুল্লি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস।সেখানে ছিলেন পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকরাও।
বিধায়ক জানিয়েছেন এই বৈদ্যুতিক চুল্লি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নির্মাণের কাজ শেষ হবে। জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাশতের এই মহাশ্মশানে এতদিনে জয়নগর থানা এলাকার পাশাপাশি মগরাহাট থানা এলাকা মানুষ ও আসতো শেষকৃত্য সম্পন্ন করার জন্য।বছরের শেষের দিকে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ হয়ে গেলে জয়নগর,মগরাটের সাথে কুলতলি এলাকার মানুষও আসবে দক্ষিণ বারাশত মহাশ্মশানে।এলাকার মানুষকে এমনিতেই বিদ্যুতিক চুল্লিতে দাহ করতে গেলে এখন যেতে হয় দুরবর্তী বারুইপুরের কীর্তনখোলা শ্মশানে কিংবা মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশানে যেতে।তাতে একদিকে যেমন সময় নষ্ট হয় তেমনি বাড়তি গাড়ি খরচ হয়ে যায়।
advertisement