TRENDING:

South 24 Parganas News: দক্ষিণ বারাসতের মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি! ডিসেম্বরেই শেষ হবে নির্মান কাজ

Last Updated:

দক্ষিণ বারাসাত মহাশ্মশানে পৌর ও নগর উন্নয়ন দফতরের আর্থিক অনুকূলে প্রায় দু কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয় একটি বৈদ্যুতিক চুল্লি আনুষ্ঠানিক উদ্বোধন হলো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নতুন বৈদ্যুতিক চুল্লি নির্মাণের শুভারম্ভ। জনবহুল এলাকার মধ্যে মহাশ্মশান থাকায় এলাকায় বাড়ছিল দূষণ। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বৈদ্যুতিক চুল্লি নির্মাণের। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হতে চলেছে জয়নগরে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে নতুন বৈদ্যুতিক চুল্লি।
advertisement

জয়নগর থানার অধীনে থাকা দক্ষিণ বারাসত মহাশ্মশানে রাজ্যের পুর ও নগরান্নয়ন দফতরের আর্থিক সহায়তায় ২ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে নতুন বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হবে। সেই চুল্লি নির্মাণের শুভারম্ভ হয়। চুল্লি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস।সেখানে ছিলেন পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকরাও।

বিধায়ক জানিয়েছেন এই বৈদ্যুতিক চুল্লি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নির্মাণের কাজ শেষ হবে। জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাশতের এই মহাশ্মশানে এতদিনে জয়নগর থানা এলাকার পাশাপাশি মগরাহাট থানা এলাকা মানুষ ও আসতো শেষকৃত্য সম্পন্ন করার জন্য।বছরের শেষের দিকে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ হয়ে গেলে জয়নগর,মগরাটের সাথে কুলতলি এলাকার মানুষও আসবে দক্ষিণ বারাশত মহাশ্মশানে।এলাকার মানুষকে এমনিতেই বিদ্যুতিক চুল্লিতে দাহ করতে গেলে এখন যেতে হয় দুরবর্তী বারুইপুরের কীর্তনখোলা শ্মশানে কিংবা মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশানে যেতে।তাতে একদিকে যেমন সময় নষ্ট হয় তেমনি বাড়তি গাড়ি খরচ হয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দক্ষিণ বারাসতের মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি! ডিসেম্বরেই শেষ হবে নির্মান কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল