ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে রাজ্যে এবারের বিধানসভা ভোটে প্রায় ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে প্রথম দফায় ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার রাজ্যে আসতে চলেছে দ্বিতীয় দফায় ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর মার্চের শেষে বা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যে সাড়ে ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। সে ক্ষেত্রে দ্বিতীয় দফায় 117 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে তা কোন জেলায় কতটা মোতায়েন করা হবে সেই বিষয়ে বিস্তারিত তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে খবর
advertisement
পূর্ব মেদিনীপুরে ৩৫ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ৩১ কোম্পানি, পুরুলিয়াতে ২২ কোম্পানি, বাঁকুড়াতে ২৪কোম্পানি, ঝাড়গ্রামে ৭কোম্পানি, কোচবিহারের দুই কোম্পানি, আলিপুরদুয়ারে ১ কোম্পানি, জলপাইগুড়িতে ২কোম্পানি, দার্জিলিঙে এক কোম্পানি, উত্তর দিনাজপুরে দুই কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে এক কোম্পানি, মালদাতে ৩কোম্পানি,মুর্শিদাবাদে ৫ কোম্পানি, নদীয়াতে চার কোম্পানি, উত্তর ২৪ পরগনা ৮ কোম্পানি, দক্ষিণ ২৪পরগনায় চার কোম্পানি, কলকাতাতে তিন কোম্পানি, হাওড়াতে চার কোম্পানি, হুগলিতে ৫ কোম্পানি, পূর্ব বর্ধমানের দুই কোম্পানি, পশ্চিম বর্ধমান এ ১কোম্পানি, বীরভূমে ৩ কোম্পানি দ্বিতীয় দফায় মোতায়েন করা হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়