এদিন সকালেই রাজারহাটে বৈঠক সেরেছে প্রতিনিধি দল। রাজারহাট জেলা পরিষদ অডিটরিয়ামে রাজারহাট – নিউটাউন, রাজারহাট, গোপালপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজে যুক্ত সমস্ত আধিকারিক থেকে বিএলওদের নিয়ে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সন্ধ্যায় পৌঁছন বারাসাত।
advertisement
নির্বাচনী আধিকারিকদের দল উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দফতরে এসে পৌঁছন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে চূড়ান্ত আলোচনার জন্যই জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল দফায় দফায় বৈঠক করছেন। সূত্রের খবর, ৩৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩১টি বিধানসভা কেন্দ্রের বৈঠকই উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক দফতরে করা হবে।
পাশাপাশি মোট ৩৩টি বিধানসভার ৩৩ জন ইলেক্টোরোল রেজিস্ট্রেশন অফিসার-সহ ভোটের কাজে যুক্ত সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তারা। যারা ভোটার তালিকার কাজে অংশগ্রহণ করবেন। প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে বা কী পরিকল্পনা রয়েছে তাদের এই সমস্ত বিষয় নিয়েই মূলত বৈঠক।