রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়্গপুর স্টেশনে। সেই কাজের জন্যই স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় দাঁড় করানো ছিল বিশাল একটি লোহার বিম। সেই বিমটিকে ধরেই খেলছিল বছর আটেকের ওই ভবঘুরে শিশু। হঠাৎই ওই বিম পড়ে যায় তার শরীরের উপর। আর তাতেই পিষ্ট হয়ে যায় ওই শিশুটি!
advertisement
সঙ্গে সঙ্গেই রেল পুলিশ শিশুটিকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটি তার পরিবারের সঙ্গে স্টেশন চত্বরেই থাকত বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনা ঘিরে রেলযাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এই ঘটনার জন্য অনেকেই রেলের গাফিলতির অভিযোগ তুলেছেন।
খড়্গপুর ডিভিশনের রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা!আমরা সব দিকই খতিয়ে দেখছি। ডিএসপি এবং ওসি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।”