উদ্যোগী বৈদ্যবাটি পুরসভা ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির শ্রীরামপুর শাখা ৷ শ্রীরামপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই শিবিরে অংশ নেয় ৷ বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ দেন পড়ুয়াদের ৷ এই প্রসঙ্গ চাকুন্দি উচ্চবিদ্যালয়ের সহশিক্ষক সনমিত্র দত্ত বলেন, ‘‘এই শিবিরের উদ্দেশ্য হল-প্রাথমিকভাবে পরীক্ষার্থীদের মন থেকে ভীতি দূর করা ৷ এবং ভাল স্কোর কীভাবে করতে পারবে সে বিষয়ে দিক নির্দেশ করা’’
advertisement
অন্যদিকে, বৈদ্যবাটির পুরসভারপুরপ্রধান অরিন্দম গুঁই এই উদ্যোগে ছাত্র-ছাত্রীদের উপকৃত হওয়ার কথা বলেন ৷ পরীক্ষার্থীরা এই উদ্যোগে ভীষণ খুশি ৷ তাদের মত এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে পরীক্ষার্থীদের ভয় কেটেছে অনেকটাই ৷ মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীরা ৷
মাধ্যমিক পরীক্ষার আগে আগামী দিনেও বিভিন্ন জেলার ব্লকে ব্লকে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে ৷ পরীক্ষা নিয়ে আর কোনও ভীতি থাকবে না পরীক্ষার্থীদের মনে ৷