TRENDING:

#EgiyeBangla: ৪ কোটি টাকা খরচে বর্ধমান শহরে চালু হল তিনতলা পার্কিং প্লাজা

Last Updated:

২০১৪ সালে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হয় ৷ ৩ তলা পার্কিং জোন তৈরি হয়েছে - বেসমেন্টে দু'টি ও আপার গ্রাউন্ড লেভেলে একটি পার্কিং জোন তৈরি হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: বর্ধমান শহরের ত্রিতল পার্কিং প্লাজা চালু হল। এই পার্কিং প্লেস চালু হওয়ায় কার্জন গেট চত্বর-সহ বিসি রোডের যানজট কমবে বলে আশা প্রশাসনের। বর্ধমান উন্নয়ন সংস্থা বিডিএ-র উদ্যোগে কার্জন গেটের অদূরে তৈরি হয়েছে পার্কিংয়ের আধুনিক জায়গা । জিটি রোডের ধারে ম্যান্ডেলা পার্কে তৈরি হয়েছে এই প্লাজা। যানজট কমার আশা করছে প্রশাসন।
advertisement

২০১৪ সালে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হয় ৷ ৩ তলা পার্কিং জোন তৈরি হয়েছে - বেসমেন্টে দু'টি ও আপার গ্রাউন্ড লেভেলে একটি পার্কিং জোন তৈরি হয়েছে ৷ পার্কিং প্লেসের উপরে রুফটপ গার্ডেন রয়েছে ৷ খরচ হয়েছে ৪ কোটি টাকা ৷ ক্যাফেটেরিয়া চালু করারও পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

পার্কিং জোনের বাইরে সৌন্দর্যায়নে ম্যুরাল সাজানো হয়েছে। সাজানো হয়েছে আলো দিয়েও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্ধমান শহর সাজাতে কয়েকটি প্রকল্প হাতে নেয় বিডিএ। তার মধ্যে উল্লেখযোগ্য পার্কিং প্লেস তৈরির প্রকল্প।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: ৪ কোটি টাকা খরচে বর্ধমান শহরে চালু হল তিনতলা পার্কিং প্লাজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল