TRENDING:

#EgiyeBangla: পুরসভার উদ্যোগে শরীরচর্চা, ২ কোটি টাকা খরচে তৈরি হয়েছে মাল্টিজিম ও ব্যাডমিন্টন কোর্ট

Last Updated:

সুস্থ থাকতে শরীরচর্চা। হয় জিমে ঘাম ঝরানো, নয় খেলাধূলা করে ফিট থাকা। দু'য়েরই সুযোগ করে দিয়েছে বনগাঁ পুরসভা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বনগাঁ: বনগাঁ পুরসভার উদ্যোগে মাল্টি জিম ও ব্যাডমিন্টন কোর্ট তৈরি হয়েছে। স্বাস্থ্য সচেতন মানুষরা উপকৃত হয়েছেন। ব্যাডমিন্টন কোর্টেও খেলাধূলার সুযোগ মিলেছে।
advertisement

সুস্থ থাকতে শরীরচর্চা। হয় জিমে ঘাম ঝরানো, নয় খেলাধূলা করে ফিট থাকা। দু'য়েরই সুযোগ করে দিয়েছে বনগাঁ পুরসভা। মহিলা ও পুরুষদের জন্য তৈরি করা হয়েছে মাল্টি জিম। এছাড়াও তৈরি হয়েছে ব্যাডমিন্টন কোর্ট। ব্যাডমিন্টন শিখতেও ভরতি হচ্ছেন অনেকেই।

বনগাঁ পুরসভার উদ্যোগে শরীরচর্চা

------------------------------

- ২ কোটি টাকা খরচে মাল্টি জিম ও ব্যাডমিন্টন কোর্ট ৈতরি হয়েছে

advertisement

- জিমে ট্রেডমিল, সাইক্লিং, টুইস্টার-সহ আধুনিক যন্ত্রপাতি থাকছে

- জিমের জন্য মাসে ৩০০ টাকা খরচ

- পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রশিক্ষক রাখা হয়েছে

- ব্যাডমিন্টন শিখতেও ৩০০ টাকা খরচ

পুরসভার উদ্যোগে খুশি বনগাঁর মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আগে শরীরচর্চা করতে বারাসত বা হাবড়ায় যেতে হত। বনগাঁ পুরসভা জিম ও ব্যাডমিন্টন কোর্ট তৈরি করায় সেই সমস্যা মিটেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: পুরসভার উদ্যোগে শরীরচর্চা, ২ কোটি টাকা খরচে তৈরি হয়েছে মাল্টিজিম ও ব্যাডমিন্টন কোর্ট