জেলার উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিকাশের লক্ষ্যে রাজ্যের নতুন প্রকল্প জাগো। পুরুলিয়ার রবীন্দ্র ভবনেও জাগো কর্মশালা অনুষ্ঠিত হল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকবছর আগেও আর্থিক স্বনির্ভরতার কথা ভাবতে পারতেন না গ্রামের মহিলারা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বপ্ন সত্যি হয়েছে। তাঁদের সম্মান জানাতেই এই জাগো প্রকল্প।
advertisement
জাগো প্রকল্পে সম্মান
- পুরুলিয়ায় প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার স্বনির্ভর গোষ্ঠী
- জাগো প্রকল্পের মাধ্যমে বছরে ৫ হাজার টাকা করে সরকারি অনুদান পাবে প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠী
রেশন-রাস্তাঘাট-মিড ডে মিল। সবকিছুতেই কাজ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জেলাপ্রশাসনও মহিলাদের কাজে উপকৃত। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের ৫ হাজারেও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা জাগো কর্মশালায় যোগ দিয়েছিলেন।