বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের সুন্দিপুর গ্রাম। দরিদ্র পরিবারের মহিলারা চেয়েছিলেন সংসারে আর্থিক সাহায্য করতে। স্বনির্ভর গোষ্ঠীও তৈরি করেন তাঁরা। পাশে দাঁড়ায় রাজ্য সরকার। আনন্দধারা প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীটিকে দেওয়া হয় চার লক্ষ টাকা। গরিব পরিবারের সন্তানদের কথা ভেবে সস্তায় হেলথ ড্রিঙ্ক তৈরির পরিকল্পনা নেন মহিলারা। ব্লকের প্রকল্প আধিকারিকের উদ্যোগেই ঋণ পায় স্বনির্ভর গোষ্ঠী। ঋণের টাকাতেই কেনা হয় যন্ত্রপাতি, কাঁচামাল। শুরু নিvfহয় হেলথ ড্রিঙ্ক মিশ্রসুধার পথ চলা।
advertisement
গম, ছোলা সহ বিভিন্ন পুষ্টিকর শস্য দিয়ে তৈরি মিশ্রসুধা। দু'হাজার ষোল সালের পর থেকে কয়েকটি আইসিডিএস কেন্দ্রে এই হেলথ ড্রিঙ্ক বিক্রি করা হচ্ছে। শিশুদের জন্যও উপকারী মিশ্রসুধা।
মিশ্রসুধা তৈরির কাজ আরও এগিয়ে নিয়ে যেতে চান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
সাধ্যের মধ্যেই স্বাদের আড়ম্বর। গরিব পরিবারের শিশুরা পেয়েছে হেলথ ড্রিঙ্কের স্বাদ। আর স্বনির্ভরতার স্বাদ পেয়েছেন মহিলারা।