TRENDING:

#EgiyeBangla: কোন্নগরে দূষণমুক্ত প্রতিমা নিরঞ্জন, নির্মল বাংলা প্রকল্পের বাস্তবায়ন

Last Updated:

পাম্পের মাধ্যমে গঙ্গার জল তুলে পুরসভার কর্মীরা প্রতিমার উপর স্প্রে করেন। প্রতিমার মাটি, রং ধুয়ে সাফ করে খড়, বাঁশ, কাঠামো আলাদা করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোন্নগর: বিসর্জনের জেরে গঙ্গা দূষণ রোধে উদ্যোগী রাজ্য সরকার। নির্মল বাংলা প্রকল্পকে বাস্তবায়িত করতে কোন্নগরে বেশ কয়েকটি প্রতিমা গঙ্গায় প্রতিমা নিরঞ্জন করা হয়নি। পাম্পের মাধ্যমে গঙ্গার জল তুলে পুরসভার কর্মীরা প্রতিমার উপর স্প্রে করেন। প্রতিমার মাটি, রং ধুয়ে সাফ করে খড়, বাঁশ, কাঠামো আলাদা করা হয়।
advertisement

পরিবেশ বান্ধব প্রতিমা নিরঞ্জন। মিশন নির্মল বাংলা প্রকল্পকে বাস্তবায়িত করতে গঙ্গা দূষণ রোধে উদ্যোগী রাজ্য। গঙ্গায় ভাসান নয়। কোন্নগর পুরসভার উদ্যোগে কয়েকটি ক্লাবের দুর্গা, কালী বা জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন হয়েছে বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনা প্রক্রিয়ায়। পাম্পের মাধ্যমে পুরসভার কর্মীরা জল স্প্রে করেন প্রতিমার উপর।

কোন্নগরে দূষণমুক্ত প্রতিমা নিরঞ্জন

- প্রতিমার মাটি, রং ধুয়ে খড়, কাঠামো আলাদা করা হয়

advertisement

- গঙ্গার পাড়ে তৈরি অস্থায়ী ট্রিটমেন্ট প্ল্যান্ট গ্রাউন্ড

- ক্রেনে করে বড় প্রতিমা তোলার ব্যবস্থা করা হয়

- প্রতিমার ধোয়া রাসায়নিক মেশানো জল গঙ্গায় ফেলা হয়নি

পুরসভার উদ্যোগে হাত মিলিয়েছে ক্লাবগুলিও।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কালী প্রতিমা নিরঞ্জনের সময় পরিবেশ দফতরের প্রতিনিধিরা পরিদর্শন করেছেন। আগামীদিনে এই পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন রাজ্যে মডেল হতে চলেছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: কোন্নগরে দূষণমুক্ত প্রতিমা নিরঞ্জন, নির্মল বাংলা প্রকল্পের বাস্তবায়ন