আরও পড়ুন: এগিয়ে বাংলা: বিনামূল্য স্যানিটারি ন্যাপকিন বিলি, থাকছে নিখরচায় চিকিৎসার ব্যবস্থাও
বীরভূমের বাসিন্দাদের রোগভোগের যম সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। একসময় ছিল সিউড়ি সদর হাসপাতাল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে পালটেছে চেহারা। এখন হাসপাতাল আরও স্পেশাল। নাম হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। গতবছরই এই হাসপাতালকে Friendly hospital for disabled person-এর পুরস্কার দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী।
advertisement
আরও পড়ুন: #EgiyeBangla: ট্রাফিক আইন নিয়ে শিশুদের সচেতন করতে রাজ্যে চালু হয়েছে ট্রাফিক পার্ক
ভরসার হাসপাতাল
-------------------
- সিউড়ি সুপার স্পেশালিিট হাসপাতালে ৫০০-র বেশি বেড
- বছরে ১২ হাজারের বেশি প্রসব
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিখরচায় বা নামমাত্র খরচে মিলছে একাধিক উন্নত পরিষেবা। খুশি রোগী ও পরিজনেরা।
ভরসার হাসপাতাল
------------------
- রেডিওলজি, ডায়ালিসিস, সিটি স্ক্যান
- এক্স-রে, সিসিইউ, এসএনসিউ, ইএনটি
- সার্জারি, অর্থোপেডিক, ফিজিওথেরাপি,
- আয়ুষ, আকুপাংচার, ড্রাগ রেজিস্ট ইউনিট
- থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট-সহ অন্য পরিষেবা
আরও পড়ুন: এগিয়ে বাংলা: আনন্দধারা প্রকল্পে জৈব পদ্ধতিতে চাষ, শস্য শ্যামলা এই বাংলা
প্রতিবছর গড়ে দু'লক্ষের বেশি রোগীর চাপ সামলায় এই হাসপাতাল। যার মধ্যে বীরভূম তো বটেই, পাশের ঝাড়খণ্ড থেকে প্রচুর রোগী আসেন। সমীক্ষায় দেখা গিয়েছে,
ভরসার হাসপাতাল
-------------------
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতি ওয়ার্ডে ভর্তি রোগীদের মধ্যে ঝাড়খণ্ডের রোগী ১২ থেকে ১৫%
এরাজ্য হোক বা পাশের রাজ্য ঝাড়খণ্ড। রোগী মানেই উন্নত চিকিৎসার অঙ্গীকার। রোগী মানেই ভরসার হাত বাড়ানো। অসুখের দাওয়াই। চোখ বুজে ভরসার ঠিকানা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল।