২০০৩ সালে বাম আমলে কল্যাণী স্টেডিয়াম তৈরি হয়। সেই থেকে পথচলা। এখন রাজ্য তথা দেশ ও দেশের বাইরেও স্টেডিয়ামের খ্যাতি ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে স্টেডিয়ামের দ্বিতীয় পর্যায়ের কাজ হয়েছে। ২০১৪ সালে দ্বিতীয় পর্যায়ের কাজের অনুমোদন হয়। সম্প্রতি স্টেডিয়ামকে নতুন করে সাজানোর কাজ শেষ হয়েছে।
কল্যাণী স্টেডিয়ামের উন্নয়ন:
advertisement
- ১৩ কোটি টাকা খরচে স্টেডিয়ামের নতুন ভবন-সহ একাধিক উন্নয়নের কাজ হয়েছে
- নতুন করে গ্যালারি, ৫৪ শয্যা-সহ ২৭ টি অত্যাধুনিক ঘর, ফ্লাডলাইট, আধুনিক ড্রেসিংরুম তৈরি হয়েছে
আইএফএ শিল্ড, কলকাতা ফুটবল লিগ, আই লিগ, সন্তোষ ট্রফি, বয়সভিত্তিক সাফ ফুটবল, ফেডারেশন কাপ-সহ একাধিক রাজ্য ও দেশি, বিদেশি স্তরের ম্যাচ খেলা হয়েছে কল্যাণী স্টেডিয়ামে। এই স্টেডিয়াম ঘিরে কল্যাণীর মান দিন দিন বাড়ছে। এই প্রথম কল্যাণী স্টেডিয়াম ভাড়া করে আই লিগে খেলবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।