সময়টা ছিল ১৯৬৪ সালের ৩ সেপ্টেম্বর। অবিভক্ত মেদিনীপুরের উচ্চশিক্ষা বিস্তারের ইতিহাসে গুরুত্বপূর্ণ সময়। উত্তরে হলদি নদী, দক্ষিণে রসুলপুর। সেই সময় মন্ত্রী আভা মাইতির উদ্যোগে বাজকুলে তৈরি হয়েছিল কলেজ। শুরুতে একটি স্কুলঘরে ছ'জন শিক্ষক নিয়ে পড়াশোনা শুরু হয়। এখন রাজ্যের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে সেরা হয়ে উঠেছে বাজকুল ক্যাম্পাস।
advertisement
বাজকুল কলেজের উন্নয়ন
- স্নাতক, স্নাতকোত্তর বিভাগ চালু হয়েছে
- রাজ্যের ৭ লক্ষ ও ইউজিসি-র ১০ লক্ষ টাকায় ছাত্রীদের হস্টেল তৈরি হয়েছে
- রাজ্যের ১ কোটি টাকায় তৈরি হয়েছে স্পোর্টস অডিটোরিয়াম
- তৈরি হয়েছে ইনডোর স্পোর্টস স্টেডিয়াম
- ছাত্র-ছাত্রীদের আলাদা ভলিবল ও ফুটবল খেলার জায়গা
- বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে
- কলেজ ক্যাম্পাসে ঢালাই রাস্তা-সহ পার্ক তৈরি হয়েছে
ছাত্রছাত্রীরাও কলেজের উন্নয়নে খুশি।
ঝাঁ চকচকে কলেজে ঢুকলে এখন প্রাক্তন শিক্ষক বা ছাত্রছাত্রীরাও চমকে ওঠেন।