শনিবার সকাল ৮ টা থেকে মন্টু সাহা ও কালিদাস সাহার কালুপুরের মিল, বনগাঁ বাড়ি ও অফিসে একযোগে তল্লাশি চালায় ইডি। রাত ২: ৫০ নাগাদ তাদের বাড়ি থেকে বেড়িয়ে যায় এবং ২: ৫৫ নাগাদ মিল থেকে বেরোয় ইডি আধিকারিকেরা।
আরও পড়ুন: ভুয়ো নিয়োগপত্র নিয়েই স্কুলে যোগ দিতে হাজির! ছেয়ে যাচ্ছে এই প্রার্থীরা! কাকদ্বীপে ভয়ঙ্কর ঘটনা
advertisement
দীর্ঘ ১৯ ঘণ্টা তারা তল্লাশি চালায়। মিল এবং বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে বেশ কিছু নথি সঙ্গে করে নিয়ে যায় ইডি আধিকারিকেরা। তবে কী বিষয়ে তল্লাশি এবং কী কী পাওয়া গেল, তদন্তের সহযোগিতা করেছে কিনা বা কাউকে গ্রেফতার বা আটক করা হয়েছে কিনা, প্রশ্ন করা হলে কোনও উত্তর দেননি ইডি আধিকারিকেরা।
আরও পড়ুন: ‘শিশির অধিকারীর হাত ধরেই পালাবদল হয়েছিল রাজনীতিতে’, সম্পত্তি বৃদ্ধি ইস্যুতে তৃণমূলকে জবাব বিজেপির
মিল মালিক মন্টু সাহা জানান, তারা তদন্তে সহযোগিতা করেছেন। কাউকেই সঙ্গে করে নিয়ে যায়নি ইডি আধিকারিকেরা।