রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি৷ সেই সূত্রেই এ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা৷ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এক ইডি আধিকারিকের মাথা ফাটে৷ ইডি আধিকারিকদের গাড়িও ভাঙচুর করা হয়৷ আক্রান্ত হয় সংবাদমাধ্যমও৷ এর পর রাতে বনগাঁতেও শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর আক্রমণের মুখে পড়তে হল ইডি কর্তাদের৷
advertisement
শুক্রবার সকাল সাড়ে সাতটায় শঙ্কর আঢ্যর বনগাঁর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা৷ এ ছাড়াও তাঁর কলকাতার বাড়িতেও তল্লাশি চালানো হয়৷ শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে ইডি নগদ সাড়ে ৮ লক্ষ টাকা উদ্ধার করেছে বলে সূত্রের খবর৷
শঙ্কর আঢ্য দীর্ঘ দিন ধরেই উত্তর চব্বিশ পরগণার সীমান্ত শহর বনগাঁর দাপুটে তৃণমূল নেতা৷ বর্তমানে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি৷ তবে দলীয় পদের ওজন যাই হোক না, কার্যক্ষেত্রে বনগাঁ এলাকায় শঙ্কর আঢ্যর প্রভাব তর্কাতীত৷ ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পরই তদন্তে শঙ্কর আঢ্যর নামও উঠে এসেছিল৷
শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, ‘আমরা সারাদিন তদন্তে সহযোগিতা করেছি৷ শেষে রাত ১২.১৫ মিনিটে ইডি-র একজন অফিসার কাগজ বের করে দাবি করলেন, জ্যোতিপ্রিয় মল্লিক নাকি ওনার নাম বলেছেন৷ এটা পুরোপুরি নাটক, মিথ্যে মামলায় ফাঁসানো হল৷’
সহকারী প্রতিবেদন- অনিরুদ্ধ কীর্তনীয়া