এবছর মাধ্যমিকে ৬৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছিল পূর্ব মেদিনীপুরের সৌগত দাস। পাসের হারের নিরিখেও সবার আগে ছিল এই জেলা। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের ফলেও পূর্ব মেদিনীপুরের জয়জয়কার।
- উচ্চমাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় পূর্ব মেদিনীপুরের তন্ময় মেইকাপ
- মেধা তালিকায় প্রথম দশে থাকা ১৩৭ জনের মধ্যে ১০ পড়ুয়া পূর্ব মেদিনীপুরের
advertisement
- রাজ্যে শতকরা পাসের হারে ফের প্রথম পূর্ব মেদিনীপুর
- পূর্ব মেদিনীপুরে পাসের হার ৯৪.১৯
- এই নিয়ে টানা ৭ বার পাসের হারে প্রথম এই জেলা
জেলার এই সাফল্যে গর্বিত পূর্ব মেদিনীপুরের পড়ুয়ারাও৷ দিনের পর দিন ধরে সাফল্যের এই ট্রাডিশন বজায় রেখেছে পূর্ব মেদিনীপুর। কিন্তু এই সাফল্যের রহস্য কী? উত্তর দিলেন জেলার বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীদের একাগ্রতা, অভিভাবকদের তাগিদ ও শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টা। এসবের মিশ্রণেই ফের একবার সফল বিদ্যাসাগরের জেলা পূর্ব মেদিনীপুর।