দেবশ্রীর বাবা সনাতন খাঁড়া জানান, কয়েক বছর আগে দুর্ঘটনায় তাঁর পায়ে আঘাত লাগে। তার পরই মেয়ে দেবশ্রী পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসে। প্রায়শই কোলাঘাট বাজারে টোটো চালায় তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
আরও পড়ুন : সন্তান প্রসবের মিনিট কয়েক পরেই পরীক্ষায় বসল মাধ্যমিক পরীক্ষার্থী
advertisement
তবে বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাবা মাকে সঙ্গে নিয়ে দেবশ্রী পরীক্ষা দিতে যায় কেটিপিপি হাইস্কুলে। দেবশ্রী জানায়, গাড়ি চালানো কয়েক বছর আগেই শিখেছে। তাই তার টোটো চালাতে সমস্যা হয় না। পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই দেবশ্রীর এই প্রয়াস।
আগামিদিনে এভাবেই টোটো চালিয়ে পরিবারের পাশে থাকতে চায়। তবে দেবশ্রীর এই টোটো চালিয়ে পরীক্ষাকেন্দ্রে আসার ঘটনায় তাজ্জব হয়ে গিয়েছে তাঁর বন্ধুবান্ধবরা। একইসঙ্গে অবাক সকলে। তাঁকে স্যালুটও জানাচ্ছেন সকলে।
(প্রতিবেদন: সুজিত ভৌমিক, সর্বানন্দ মিশ্র)