পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আগ্রাইয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, বুধবার সকালে এলাকার মানুষ দেখেন, মন্দিরের তালা ভাঙা। বিগ্রহের গয়নাগাটি গায়েব। দুষ্কৃতীরা মন্দিরের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে বিগ্রহের গয়না লুট করে নিয়ে গিয়েছে।
advertisement
প্রাথমিক অনুমান অনুযায়ী, চুরি যাওয়া গয়নার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধর্মীয় স্থানে এই ধরনের অপরাধ স্থানীয় মানুষের আবেগে বড় আঘাত দেয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
প্রসঙ্গত, মন্দিরে চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহু জেলায় এমন ঘটনা ঘটেছে। এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এই ঘটনা ঘটল। শীতের রাতে মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকা গয়না লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ধর্মীয় স্থানে এই ধরনের অপরাধের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নিরাপত্তা বাড়ানো হোক।
