TRENDING:

পাশে থাকবে রাজ্য সরকার, গুজরাতে প্রয়াত হাবিবুলের অসুস্থ মাকে আশ্বাস মন্ত্রীর

Last Updated:

গুজরাতের মোরবি সেতু বিপর্যয় প্রাণ হারিয়েছেন পূর্বস্থলীর ১৭ বছরের কিশোর হাবিবুল শেখ। ১০ মাস আগে গুজরাতে কাকার কাছে সোনার কাজ শিখতে গিয়েছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুজরাত: মধ্যরাতে বিপর্যস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ। রাজ্য সরকারের তরফে পাশে থাকার আশ্বাস দিলেন। গুজরাতের মোরবি সেতু বিপর্যয়ে প্রাণ গিয়েছে পূর্বস্থলীর কিশোর হাবিবুল শেখের। সোমবার মধ্যরাতে তাঁর কফিনবন্দি মৃতদেহ কলকাতা বিমানবন্দর থেকে সড়ক পথে বাড়িতে নিয়ে আসা হয়। তার আগেই সেখানে পৌঁছে যান রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
advertisement

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ''এই ঘটনায় আমরা শোকাহত, মর্মাহত। কিশোর হাবিবুলের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। ওই কিশোরের মা গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকার সব রকম ভাবে এই পরিবারের পাশে থাকবে।''

আরও পড়ুন: বাড়ি ফেরার ইচ্ছে ছিল কাজের জায়গা থেকে, ১৭ বছর বয়সি কিশোর ফিরল কফিনবন্দি হয়ে

advertisement

মন্ত্রীর কথায়, ''আমি ভোরের দিকে আসতাম। রাজ্য সরকারের তরফে নবান্ন থেকে আমাকে ফোন করা হয়েছিল। পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলাও আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাই আমি আগেই এখানে চলে এসেছি। মৃতদেহ নামানোর পর যাব। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক। তাঁর প্রতিনিধি হিসেবেই এখানে এসেছি। রাজ্য সরকার নিশ্চয়ই এই পরিবারের পাশে সবসময় থাকবে।''

advertisement

আরও পড়ুন: 'টিকিট কেটে ব্রিজে তখন প্রায় ৪০০ জন, কয়েক সেকেন্ডের মধ্যেই নদীতে ছিঁড়ে পড়ল সেতু', এখনও শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা

দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ''এটা গুজরাত মডেলে প্রাণ যাওয়ার নমুনা। এরকম অনেক হয়েছে। বিভিন্নভাবে প্রাণ গিয়েছে। একটা ঝুলন্ত ব্রিজ, তার নিরাপত্তা অনেক বেশি জোরদার হওয়া উচিত ছিল। সেটা দেখভালের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের গাফিলতি ছিল বলেই মনে হয়। এই ব্রিজে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক উঠে পড়েছিল। তার থেকে এই বিপত্তি হয়েছে। এমনই হয় গুজরাত মডেল, প্রমাণ হয়ে গেল।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গুজরাতের মোরবি সেতু বিপর্যয় প্রাণ হারিয়েছেন পূর্বস্থলীর ১৭ বছরের কিশোর হাবিবুল শেখ। ১০ মাস আগে গুজরাতে কাকার কাছে সোনার কাজ শিখতে গিয়েছিলেন তিনি। রবিবার ছুটির দিনে বন্ধুদের সঙ্গে মোরবি ব্রিজে গিয়েছিলেন। সেখানে বিপর্যয়ে অন্য বন্ধুরা প্রাণে বাঁচলেও মৃত্যু হয় হাবিবুল সেখের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাশে থাকবে রাজ্য সরকার, গুজরাতে প্রয়াত হাবিবুলের অসুস্থ মাকে আশ্বাস মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল