স্কুলের শিশুদের নিয়ে একটি র্যালি করা হয়। তাতে যাতে পা মেলান জেলা শাসক-সহ অন্যরা। স্মারক উদ্বোধন করেন জেলা শাসক আয়েশা রানি এ। মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিধায়ক অলোক কুমার মাঝি তাঁর বক্তব্যে বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন রাজ্যের প্রতিটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবেন। সেই লক্ষ্যে অবিচল পশ্চিমবঙ্গ সরকার। আর তারই ফলশ্রুতিতে আজ আবুইঝাটি ২ পঞ্চায়েত সজল পঞ্চায়েত হলো। আমার ভাল লাগছে যে জেলার প্রথম পঞ্চায়েত যাকে সজল পঞ্চায়েত ঘোষণা করা হল, সেটা আমার বিধানসভা এলাকায়।’ সকলকে তিনি জলের সঠিক ব্যবহার করতে বলেন।
advertisement
জেলাশাসক বলেন, ‘পূর্ব বর্ধমান জেলার প্রথম পঞ্চায়েত হিসাবে আবুইঝাটি ২ পঞ্চায়েতকে সজল পঞ্চায়েত ঘোষণা করা হল।’ এর জন্য তিনি ব্লকের বিডিও পার্থসারথি দে-সহ পঞ্চায়েত প্রধান, উপ প্রধান সহ তাঁদের পুরো টিম ও পিএইচই দফতরকে ধন্যবাদ জানান। জেলার মধ্যে জামালপুর ব্লকে প্রথম এই আবুইঝাটি ২ পঞ্চায়েত সজল পঞ্চায়েত ঘোষণা করে তিনি খুশি। জলের অপচয় যেন কেউ না করেন, সে জন্য এলাকার বাসিন্দাদের সচেতন করেন তিনি।