পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামে কয়েক জন কারিগর এখনও এই ঐতিহ্যবাহী শিল্পটি ধরে রেখেছেন। তাঁরা জানালেন, লেপের চাহিদা দিন দিন কমছে। একটি লেপ তৈরি করতে কম বেশি দু হাজার টাকা খরচ হয়। কিন্তু বাজারে সস্তা রেডিমেড শীতের কম্বলের কারণে লেপের চাহিদা কমে গেছে। তবুও তারা পেটের তাগিদে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
advertisement
বাংলার গ্রামে একসময় লেপ তৈরি ছিল একটি জনপ্রিয় শিল্প। সস্তা রেডিমেড পোশাকের আগমন, সময়ের অভাব এবং নতুন প্রজন্মের আগ্রহের অভাব এই শিল্পের পতনের কারণ। তবে তোড়কোনা গ্রামে এখনও কয়েকজন কারিগর এই ঐতিহ্যবাহী শিল্পটি ধরে রেখেছেন। তাঁরা বলছেন, এখন অনেক সস্তায় হালকা কম্বল মিলছে। দামও অনেক কম। সস্তার বিকল্প এসে যাওয়ার কারণে লেপের চাহিদা কমে গেছে।
এখন লেপের চল অনেকটাই কমে গিয়েছে। অনেক বাড়িতে লেপ উধাও হয়েছে অনেক আগেই। বর্তমান প্রজন্ম বলছে, দূষণের কারণে আগের মতো শীত আর নেই। তাছাড়া এখন নরম তুলতুলে কম্বলের দামও কম, আবার ব্যবহার করাও সুবিধা। একবার কিনলে একযুগ নিশ্চিন্ত। তাই আর লেপের কদর নেই অনেকের কাছেই।
