পূর্ব বর্ধমানের জামালপুর, মন্তেশ্বর, মেমারী, বর্ধমানের প্রায় ৩০ জন নেপালে গিয়েছেন। গত ৪ঠা সেপ্টেম্বর বর্ধমান স্টেশন থেকে নেপাল ভ্রমণে গিয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিমি দূরে পোখরা এলাকায় হোটেলে রয়েছেন পর্যটকরা। সেখান থেকে বের হতে সমস্যায় পড়েছেন।
আরও পড়ুনঃ জলের পাইপলাইন বসানো নিয়ে উত্তেজনা! গ্রামবাসী বাধা দিতেই শুরু…! ছুটে এল পুলিশ
advertisement
মেমারী থেকে ৪ জন, বর্ধমান থেকে ৬ জন, জামালপুর থেকে ৭ জন, হুগলি থেকে ৬ জন ও জামশেদপুর থেকে কয়েকজন সেই দলে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে নেপালে আটকে থাকা পর্যটকরা সেখান থেকে জানাচ্ছেন, তাঁরা সুস্থ ও স্বাভাবিক আছেন। তাঁদের তেমন কোনও অসুবিধে হচ্ছে না।
ফের যান চলাচল এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা আবার দেশে ফিরে আসবেন। নেপালে আটকে থাকা পর্যটকদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে আশ্বস্ত করেন স্থানীয় ব্লক প্রশাসন সহ পঞ্চায়েত আধিকারিকরা।