পূর্ব বর্ধমানের বেলেড়া গ্রামে দেবী দুর্গা পূজিত হন সিংহবাহিনী রূপে। মহিষাসুর ও দেবীর বাহন সিংহ থাকলেও দেবীর সঙ্গে থাকেন না তাঁর চার সন্তান সরস্বতী,কার্তিক,গণেশ ও লক্ষ্মী।রামরুদ্র বাচস্পতির হাত ধরে প্রায় ৩৫০ বছর আগে পুজোর সূচনা হয়। পরে প্রায় ১০০ বছর আগে পরিবারের সদস্য বিশ্বম্ভর বন্দ্যোপাধ্যায় পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে এবং দুর্গাপুজোর সময় সেখানেই দেবীর আরাধনা শুরু করেন।পুজো চার দিন রীতিনীতি মেনে পুজো করা হয় দেবীকে।অষ্টমীর দিনে বলি প্রথা চালু থাকলেও বর্তমানে বন্ধ ছাগবলি। কলা,আখ ও চালকুমড়ো বলি দেওয়া হয়। পরিবারের বর্তমান সদস্য তুষার ভট্টাচার্য জানান, ‘‘এটা আমাদের ভট্টাচার্য পরিবারের পুজো। সারাবছর মা প্রত্যেকের বাড়িতে যান এবং নিত্যপুজো হয়। পুজোর চার দিন রীতিনীতি মেনে শাস্ত্রমতে পুজো হয় এবং মাকে পঞ্চমুণ্ডির আসনে নিয়ে আসা হয়।’’
advertisement
আরও পড়ুন : মোহর-সহ দেড় কেজি সোনায় তৈরি কনকদুর্গার চালচিত্রে দেড় মণ রুপো! জঙ্গলমহলের এই পুজো ঘিরে থাকে কড়া নিরাপত্তা
সারা বছর নিত্যপুজোর পর, দুর্গাপুজোর চারদিন বেলেড়া গ্রামের ভট্টাচার্য পরিবারে এক ভিন্ন রূপ নেয় এই উৎসব। পারিবারিক প্রথা মেনে পঞ্চমুণ্ডির আসনে দেবীকে স্থাপন করা হয় এবং শাস্ত্রীয় রীতি অনুযায়ী চলে আরাধনা।আজও সেই প্রাচীন ঐতিহ্যকেই বহন করে চলেছে এই পরিবার।