স্বর্ণ জয়ন্তী বর্ষে বর্ধমানের খড়্গেশ্বর বারোয়ারি দুর্গাপুজোর মণ্ডপের এ বছরের থিম দুই পৃথিবী। মূলত দুই পৃথিবী বলতে এখানে তুলে ধরা হয়েছে একই পৃথিবীর দুই পৃথক চিত্র। তার মধ্যে একটি সৃষ্টিকর্তার সৃষ্টি এবং অন্যটি মানুষের সৃষ্টি।এক শ্রেণীর মানুষ খাবার অপচয় করে, অন্য দিকে আর এক শ্রেণীর মানুষ এক টুকরো খাবারের জন্য হাহাকার করছে। এই মণ্ডপের ভিতর প্রবেশ করলেই আপনি মুখোমুখি হবেন পৃথিবীর এক কঠিন বাস্তবের, যা একবার হলেও ধাক্কা দেবে আপনার বিবেককে। মনে করিয়ে দেবে সত্যিই হয়তো আমরা অনেক সময় বুঝে আর না বুঝে খাবার নষ্ট করে থাকি। কিন্তু সেই খাবারই হয়তো ভরাতে পারে আর একজনের পেট। প্রায় সাড়ে আট লক্ষ টাকার বাজেটে তৈরি এই মণ্ডপ টক্কর দিতে পারে যে কোন বিগ বাজেটের পুজোকে।
advertisement
মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে প্রতিমা।দেবী দুর্গাকে এখানে মা অন্নপূর্ণা রূপে তুলে ধরা হয়েছে। পুজো উদ্যোক্তা জানান, ‘‘ আমরা দুই শ্রেণির মানুষ সমাজে বসবাস করি। একশ্রেণি নানা অনুষ্ঠানে প্রচুর খাবার নষ্ট করি। অন্যদিকে রেল স্টেশনে, রাস্তার ধারে কত মানুষ একটুকরো খাবারের জন্য হাহাকার করে। অন্নদামঙ্গল কাব্যের একটি বিখ্যাত লাইন হল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতে না থাকলেও যেন ভাত টুকু পাই-এই বার্তা দিতেই আমাদের এ বছরের থিম দুই পৃথিবী।’’