বর্ধমানের জনপ্রিয় পিকনিক স্পটগুলোর মধ্যে অন্যতম সদরঘাট। কৃষক সেতুর পাশে চওড়া দামোদরের সৌন্দর্যের টানে নতুন বছরের প্রথম দিনে ভিড় করেন অনেকেই। এবার করোনা পরিস্থিতির কারণে মাসের পর মাস ঘরের বাইরে সেভাবে বেরোনো হয়নি অনেকেরই। করোনা সংক্রমণ অনেকটা কমতেই সাহস করে বাসিন্দারা এদিন চড়ুইভাতিতে বেরিয়েছেন। সবুজ আলুক্ষেত, হলুদ ফুল ফুটে থাকা সরষে ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া চড়ুইভাতির আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে।
advertisement
এ দিন বর্ধমানের লাকুড্ডি জল কল মাঠেও চড়ুইভাতি করতে আসা বাসিন্দাদের উপচে পড়া ভিড়। পাশাপাশি ইদিলপুর বাংলো বা পাল্লা রোড সেচ বাংলোয় চড়ুইভাতি করতে এসেছেন অনেকেই। ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে আউশগ্রামের ভালকি মাচানে। এখানের শাল পিয়ালের জঙ্গলে বনভোজনের মজা উপভোগ করছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসিন্দারা। সব মিলিয়ে সাউন্ড বক্স বাজিয়ে নাচ, শীতের মিষ্টি রোদ পিঠে নিয়ে পছন্দের খাবারে রসনা পরিতৃপ্ত করার মধ্য দিয়ে নিউ ইয়ার পালন করছেন অনেকেই।
কালনায় ভাগীরথীর তীরে এবং কাটোয়া মহাকুমার ভাগীরথী ও অজয়ের তীরে বিভিন্ন পিকনিক স্পটগুলিতে ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে। তবে আলোচনায় বারেবারেই উঠে আসছে ফেলে আসা বছরের উদ্বেগের নানান ঘটনা। সকলেই চাইছেন নতুন বছর নতুন আশা নিয়ে উপস্থিত হোক। গত বছরের মহামারির ভয়াবহতা কাটিয়ে এবার নিউ নরমালের হাত ধরে সমৃদ্ধি আসুক ঘরে ঘরে।
Saradindu Ghosh