দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পূণ্যগ্রাম কমিউনিটি হলে প্রথম পরিষেবা চালু করা হয়। সিএমওএইচ এদিন জানান, পূর্ব বর্ধমান জেলা মোট ১২টি ভ্রাম্যমাণ চিকিৎসা যান পাবে, এর মধ্যে শনিবার থেকে পাঁচটি চালু হচ্ছে। মেমারি, পূর্বস্থলী উত্তর, আউশগ্রাম, খণ্ডঘোষ ও মঙ্গলকোট বিধানসভা এলাকা এর মধ্যে রয়েছে।
advertisement
সিএমওএইচ জানিয়েছেন, কালনা ও কেতুগ্রামের জন্য আরও দু’টি দু-একদিনের মধ্যেই এসে যাবে। এই ভ্রাম্যমাণ চিকিৎসা যান দুর্গম ও পশ্চাৎপদ এলাকায় অগ্রাধিকার পাবে, যা রোগী কল্যাণ সমিতি ও প্রশাসনিক কর্তারা ঠিক করবেন।
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলার নানা প্রান্তে ভ্রাম্যমাণ চিকিৎসা যান চালু হয়েছে। হাওড়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরে এই পরিষেবা শুরু হতে দেখা গিয়েছে। এবার পূর্ব বর্ধমান জেলাতেও চালু হয়ে গেল। এর ফলে এলাকাবাসীর অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
