এই ঘটনায় আহত যুবকের নাম সোমনাথ দাস। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার তিনি জানান, আমার স্ত্রী তাঁর প্রাক্তন স্বামীর অত্যাচারে তাঁকে ছেড়ে ৪ মাস আগে আমার কাছে চলে আসে। আমরা দু’জন মন্দিরে গিয়ে বিয়েও করি। এরপর থেকেই আমার স্ত্রীর উপর তাঁর আক্রোশ।
advertisement
আহত ওই যুবকের দাবি, কিছুদিন আগেও আমার স্ত্রীকে সে মারধর করেছে। এরপর গতকাল রাতে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে বাড়ি ফিরব বলে হাটসিমলায় দাঁড়িয়েছিলাম। সেই সময় অতর্কিতে পিছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় অভিযুক্ত মহাদেব সরকার। এই ঘটনায় গুরুতর জখম হন সোমনাথ।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। অন্যদিকে অভিযুক্ত মহাদেব সরকারকে গ্রেফতার করেছে নাদনঘাট থানার পুলিশ। শুক্রবার তাঁকে কালনা মহকুমা আদালতে পাঠানো হয়।
