TRENDING:

East Bardhaman News: বেড়েছে জামদানির চাহিদা, নতুন করে স্বপ্ন দেখছেন তাঁতিরা

Last Updated:

একটা সময় ছিল যখন বাংলার জামদানির খুব চাহিদা ছিল৷ কিন্তু কালের নিয়মে সেটা হারিয়েও গিয়েছিল৷ তবে বর্তমানে বাংলার তাঁতশিল্পীদের হাতের ছোঁয়ার সেই জামদানি আবার চাহিদার তুঙ্গে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: দুর্গা পুজোর আগে পূর্ব বর্ধমান থেকে জামদানি শাড়ি গেল মালয়েশিয়া। সেই কোন যুগ থেকেই জামদানি শাড়ি বাঙালি মহিলাদের কাছে পরম প্রিয়। মসলিন কাপড়ের উপর হাতে করে নকশা ফুটিয়ে তুলে জামদানি শাড়ি তৈরি করা হয়। কিন্তু পুরনো দিনের বাংলার তাঁত শিল্পীদের হাতে তৈরি জামদানি হারিয়ে যেতে বসেছিল। মাঝখানে কিছুটা বেহাল হয়ে পড়েছিল তাঁতের অবস্থা, কমেছিল চাহিদা। কিন্তু এখন আবার সেই জামদানির কদর বাড়ছে৷ এখন দেশ ছড়িয়ে বিদেশেও পাড়ি দিচ্ছে  বর্ধমানের জামদানি।
তাঁতি 
তাঁতি 
advertisement

পূর্ব বর্ধমানের সমুদ্রগড়, পূর্বস্থলী অঞ্চল মূলত তাঁতিদের এলাকা। একসময় ঘরে ঘরে চলত তাঁত বোনার কাজ, তৈরি হত জামদানি। তবে মাঝখানে জামদানির বাজার খারাপ হয়ে গেলেও আবার নতুন করে বাজারে জামদানির চাহিদা বাড়ছে। হাতে বোনা কম দামের জামদানিও পুজোর আগে ভালই বিক্রি হচ্ছে। পূর্ব বর্ধমানের ঘোড়ানাশ গ্রামের তাঁতশিল্পী সুশান্ত দে বেশ কিছু শাড়ি পাঠিয়েছেন মালয়েশিয়ায়। সুশান্ত দে জানিয়েছেন, ” জামদানি শাড়ি বাঙালিদের সবথেকে বেশি পছন্দের। পুজোর জন্য স্পেশাল কিছু শাড়ি তৈরি করেছিলাম যেগুলো মালয়েশিয়ায় পাঠিয়েছি।”

advertisement

একটা সময় ছিল যখন বাংলার জামদানির খুব চাহিদা ছিল৷ কিন্তু কালের নিয়মে সেটা হারিয়েও গিয়েছিল৷ তবে বর্তমানে বাংলার তাঁতশিল্পীদের হাতের ছোঁয়ার সেই জামদানি আবার চাহিদার তুঙ্গে। পূর্ব বর্ধমানের তৈরি জামদানি বিদেশ পাড়ি দিচ্ছে ৷ যাচ্ছে ভারতের নানা রাজ্যেও। সমূদ্রগড়ের গনেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাটের এক ব্যবসায়ী জানিয়েছেন, ” কম দামের জামদানি শাড়ির চাহিদা বেড়েছে। ভিন রাজ্য থেকেও পাইকাররা এসে শাড়ি নিয়ে যাচ্ছে।”

advertisement

সুশান্ত দে-র তৈরি বেশ কিছু জামদানি শাড়ি গিয়েছে মালয়েশিয়ায়। পূর্ব বর্ধমানের ঘোড়ানাশ গ্রামের খ্যাতি রয়েছে তাঁত শিল্পের জন্য। প্রায় প্রত্যেকবছর এই গ্রামে তৈরি হওয়া শাড়ি পাড়ি দেয় বিভিন্ন জায়গায়। সুন্দর আধুনিক জামদানি শাড়ির চাহিদা ফের বাড়ছে। কাজেই পুজোর আগে আনন্দিত শিল্পীরা, নতুন করে আবার স্বপ্ন দেখছেন তাঁতিরা !

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী 

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বেড়েছে জামদানির চাহিদা, নতুন করে স্বপ্ন দেখছেন তাঁতিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল