জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে নাদনঘাট থানা এলাকা থেকে নাদনঘাট থানার পুলিশ একটি ছোট চারচাকা গাড়িকে ধাওয়া করতে শুরু করে। হুগলির দিকে যাওয়া গাড়িটি এরপর হঠাৎ উল্টোদিকে ঘুরে যায় এবং পূর্বস্থলী থানা এলাকার পারুলিয়ার দিকে যেতে শুরু করে। সঙ্গে সঙ্গে পূর্বস্থলী থানায় খবর দেয় নাদনঘাট থানার পুলিশ। সেই মতো পারুলিয়ার কাছে ওই গাড়িটিকে আটকানো হয়। দুই থানার যৌথ উদ্যোগে একজন পুরুষ ও একজন মহিলা সমেত প্রায় ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
advertisement
এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাঁদের বর্ধমান নারকোটিক্স আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, ধৃতদের নাম রাজু দাস এবং বাবলি মল্লিক। এর মধ্যে প্রথমজনের বাড়ি দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এবং দ্বিতীয়জন বলাগড়ের দাদপুর এলাকার বাসিন্দা।
কালনার এসডিপিও রাকেশ চৌধুরী শনিবার মৌখিকভাবে জানান, মুর্শিদাবাদের দিক থেকে হুগলির দিকে গাড়িটি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দু’টি থানার যৌথ উদ্যোগে এই সাফল্য মিলেছে। এই ঘটনায় দু’জন গ্রেফতার ও প্রায় ৮৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে চাননি তিনি।
