দামের কারণে বাজারে সবজিতে হাত ঠেকানো যাচ্ছে না। অথচ গৃহস্থের প্রতিদিনের প্রয়োজনের তালিকায় রয়েছে সবজি। সেই সবজির দাম এতটাই বেশি যে এখন তা প্রায় সাধারণের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। বাজার মূল্য নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে অভিযান চলছে। এবার সাধারণ মানুষকে একটু সুরাহা দিতে উদ্যোগী হল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। বর্ধমান সংস্কৃত লোকমঞ্চের সামনে সিধো কানহো ময়দানে শুরু হল সুলভ মূল্যে সবজি বিক্রি।
advertisement
এখানে বাজারের তুলনায় প্রায় অর্ধেক দামে মিলছে সবজি। ক্রেতারা প্রয়োজনের সবজি কিনতে ভিড় জমিয়েছে সকাল থেকেই। আগামী দিনেও এরকম স্টল বসবে বলে জানা গিয়েছে। জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি নিজের হাতে বাজার তুলে দেন সাধারণ মানুষকে। সাধারণ মানুষের জ্ঞাতার্থে জেলা পরিষদের পক্ষ থেকে মাইকিংও করা হয়।
জেলাশাসককে রাধিকা আইআর জানান, বৃষ্টির জন্য আলুর পাশাপাশি অন্যান্য সবজির অনেক ক্ষতি হয়েছে। দামও অনেক বেড়েছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রবমূল্য কম হয়। আমরা ইতিমধ্যেই বিভিন্ন দফতরের সাথে মিটিং করেছি। বাজারেও অভিযান চলছে। কেউ কোনও বেআইনি কাজ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পরিষদের সভাধিপতি জানান, বাজার মূল্য ঠিক করার জন্য ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অভিযান চলছে। তার মধ্যে কিছু অসাধু লোক এই বাজার মূল্য বাড়ানোর চেষ্টা করছে। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি আরও জানান, সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও এই কর্মসূচি চলবে।
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাজার করতে আসা সাধারণ মানুষ। পাশাপাশি তাঁরা চাইছেন, যে সমস্ত মিডিলম্যান বাজার মূল্য বাড়াচ্ছে তাদের চিহ্নিত করে প্রশাসন ব্যবস্থা নিক।