বীরভূমের নানুর থানার টহলরত পুলিশ ভ্যানের কর্মীরা গুরুতর জখম ঝন্টুবাবুকে উদ্ধার করেন। তাঁকে মঙ্গলকোট ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বড়দিন-নববর্ষের আবহে দিঘা ঘুরতে যাওয়ার আনন্দ দ্বিগুণ! পর্যটকদের জন্য দারুণ খবর
advertisement
মৃত বাউল শিল্পী ঝন্টু হাজরা আত্মীয় মন্টু হাজরা জানান, ভাই বাউল গান করে রাতে মোটরবাইক চালিয়ে নিজের বাড়ি কেতুগ্রামের খাসপুরে ফিরছিল। ভোরবেলায় নতুনগ্রাম নিবাসী আমাদের এক সম্পর্কিত কাকা ভাইয়ের দুর্ঘটনার খবর জানিয়ে বলে মঙ্গলকোট ব্লক হাসপাতালে আছে। আমরা মঙ্গলকোট ব্লক হাসপাতালে গিয়ে শুনি ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করছে বলে শুনেছি।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্তে মর্মান্তিক নানা পথ দুর্ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে বীরভূমের নানুর থানার নতুনগ্রামের কাছেও এমনই একটি ঘটনা ঘটে। মোটরবাইকের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হয় বাউল শিল্পী ঝন্টু হাজরার।
