TRENDING:

Duttapukur blast: কেরামতের পর মৃত্যু মূল অভিযুক্ত শামসুরেরও! দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃত বেড়ে ৯, গ্রেফতার ১

Last Updated:

দত্তপুকুরে বাজি বিস্ফোরণ কাণ্ডে মূল কারবারি হিেসবে দু জনের নাম উঠে এসেছে৷ তাদের মধ্যে অন্যতম কেরামত আলি এবং তার ছেলে রবিউলের বিস্ফোরণের জেরে গতকালই মৃত্যু হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিয়াউল আলম, দত্তপুকুর: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৷ ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় গতকালই ৯ জনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ৷ এর পর রবিবার গভীর রাতে হাসপাতালে মৃত্যু হয় ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত শামসুর আলির৷ এ দিন সকালে দুর্ঘটনাস্থলের কাছে একটি পুকুরের ভিতর থেকে আরও একটি মুণ্ডহীন দেহ উদ্ধার হয়৷ কাছের একটি কলাবাগানের মধ্যে মেলে ওই দেহটিরই মুণ্ডু৷ আরও দু জনের মৃত্যুর পর দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়়ে হল ৯৷
বিস্ফোরণস্থলের ছবি৷
বিস্ফোরণস্থলের ছবি৷
advertisement

দত্তপুকুরে বাজি বিস্ফোরণ কাণ্ডে মূল কারবারি হিেসবে দু জনের নাম উঠে এসেছে৷ তাদের মধ্যে অন্যতম কেরামত আলি এবং তার ছেলে রবিউলের বিস্ফোরণের জেরে গতকালই মৃত্যু হয়৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় কেরামতের সহযোগী শামসুর আলির৷ দুই প্রধান অভিযুক্তের মৃত্যু হলেো কেরামতের ব্যবসায়িক অংশীদার সফিকুল ইসলাম নামে কেরামতের এক ব্যবসায়িক অংশীদারকে গ্রেফতার করে পুলিশ৷ নীলগঞ্জ এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়৷

advertisement

ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, এ দিন সকালেও ঘটনাস্থলে গিয়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে৷ যেখানে বিস্ফোরণ ঘটে, তার পিছন দিকে প্রায় ৩০ মিটার দূরে এ দিন সকালে উদ্ধার হয় আরও একটি দেহ৷ ৫০ মিটার দূরে কলাবাগানে মিলেছে একজনের মুণ্ডু৷ প্রায় ৮০ মিটার দূরে ধ্বংসস্তূপের মধ্যে মিলেছে কাটা হাত!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয়দের দাবি, এলাকার বিধায়ক, গ্রাম পঞ্চায়েত, পুলিশ সবাই এই বেআইনি কারবারের কথা জানত৷ প্রশাসনিক মদতেই চলছিল এই ঝঁুকির কারবার৷ শনিবার রাতেও কেরামত নিজের বাজি কারখানায় লরি ভর্তি করে বারুদ সহ বাজি তৈরির কাঁচামাল নিয়ে এসেছিল বলেও অভিযোগ স্থানীয়দের৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duttapukur blast: কেরামতের পর মৃত্যু মূল অভিযুক্ত শামসুরেরও! দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃত বেড়ে ৯, গ্রেফতার ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল