TRENDING:

Durgapur Incident Update: 'ওরা আমাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে গেল!' শুক্রবার রাতে কী ঘটেছিল? মুখ খুললেন দুর্গাপুরের নির্যাতিতা

Last Updated:

ওড়িশার বাসিন্দা ২৩ বছর বয়সি নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া জানিয়েছেন, গত শুক্রবার রাতের খাওয়া সেরে নিজের পুরুষ বন্ধুর সঙ্গে ফেরার সময়ই তাঁদের পিছু নেয় ওই দুষ্কৃতীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ সংলগ্ন জঙ্গলে গত শুক্রবার রাতে কী ঘটেছিল? চিকিৎসকদের কাছে নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিলেন ২৩ বছর বয়সি মেডিক্যাল পড়ুয়া৷
মঙ্গলবার এক অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ৷
মঙ্গলবার এক অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ৷
advertisement

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওড়িশার বাসিন্দা ২৩ বছর বয়সি নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া জানিয়েছেন, গত শুক্রবার রাতের খাওয়া সেরে নিজের পুরুষ বন্ধুর সঙ্গে ফেরার সময়ই তাঁদের পিছু নেয় ওই দুষ্কৃতীরা৷

নির্যাতিতা তাঁর চিকিৎসকদের জানিয়েছেন, ‘আমরা খেয়াল করি ওরা আমাদের দিকে এগিয়ে আসছে৷ বিপদ আঁচ করে আমরা জঙ্গলের দিকে দৌড়তে থাকি৷ তখন তিন জন কাছে এসে আমাকে ধরে ফেলে৷ এর পর ওরা আমাকে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে৷’

advertisement

নির্যাতিতা আরও জানিয়েছেন, অভিযুক্তরা তাঁর ফোন কেড়ে নিয়ে জোর করে তাঁকে নিজের ওই পুরুষ বন্ধুকে ফোন করতে বলে৷ নির্যাতিতা জানান, ‘যখন আমার বন্ধু আসতে রাজি হয়নি তখন ওরা আমাকে ঠেলে মাটিতে ফেলে দেয়৷ আমি চিৎকার করলে ওরা ভয় দেখিয়ে বলে, ফের আওয়াজ করলে ওরা আরও লোক ডেকে এনে আমার উপরে নির্যাতন করবে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৩০০ বছরের জাগ্রত কালীপুজো, সিদ্ধিকালী গ্রামের মা সিদ্ধেশ্বরী সবাইকে আগলে রাখেন, বিপদে ঢাল
আরও দেখুন

এখনও পর্যন্ত দুর্গাপুরের এই গণধর্ষণের ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তদের মধ্যে ওই বেসরকারি হাসপাতালের একজন প্রাক্তন নিরাপত্তারক্ষী, একজন কর্মী, স্থানীয় পুরসভার একজন অস্থায়ী কর্মীও রয়েছেন৷ ইতিমধ্যেই এক ধৃত এবং নির্যাতিতার সেই সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে রহস্য উন্মোচনের চেষ্টা করেছে পুলিশ৷ অভিযুক্তের পোশাকও বাজেয়াপ্ত করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Incident Update: 'ওরা আমাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে গেল!' শুক্রবার রাতে কী ঘটেছিল? মুখ খুললেন দুর্গাপুরের নির্যাতিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল