TRENDING:

Durgapur Update: দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ধৃত নির্যাতিতার সহপাঠী, কোথায় থাকে সে জানেন? এলাকায় খোঁজ নিতেই সামনে এল চমকপ্রদ তথ্য

Last Updated:

Durgapur Update: দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ধৃত নির্যাতিতার সহপাঠী ওয়াসেফের বাড়িতে নিউজ 18 বাংলা। মালদহের কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ। কালিয়াচকের সিলামপুর- ১ গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়ায় রাস্তার ধারে এই দোতলাবাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝন্টু মন্ডল, কালিয়াচক: দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ধৃত নির্যাতিতার সহপাঠী ওয়াসেফের বাড়িতে নিউজ 18 বাংলা। মালদহের কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ। কালিয়াচকের সিলামপুর- ১ গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়ায় রাস্তার ধারে এই দোতলাবাড়ি। তবে, বর্তমানে পরিবারের অধিকাংশ সদস্য বাড়িতে নেই। ওয়াসিফের বৃদ্ধ দাদু থাকলেও সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি।
দুর্গাপুর কাণ্ডে নয়া মোড়
দুর্গাপুর কাণ্ডে নয়া মোড়
advertisement

আরও পড়ুনঃ জাল পাসপোর্ট কাণ্ডে ইডির হানা নদিয়ার চাকদহে! আধার ও ভোটার কার্ড তৈরির নানা নথি বাজেয়াপ্ত

বাবা আনিসুর রহমান। ২০১৩ সালে কংগ্রেসের টিকিটে জিতে সিলামপুর- ১ গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। একসময় বাড়ির নিচেই দোকানে হার্ডওয়ার ব্যবসা ছিল পরিবারের। বর্তমানে আম ও মাছের ব্যবসা করেন তিনি। পরিবারে দুই মেয়ে এক ছেলের মধ্যে মেজ সন্তান ওয়াসেফ। নিজের জমি বিক্রি করে একমাত্র ছেলেকে মোটা টাকা খরচ করে পড়ানোর ব্যবস্থা করেছিলেন বাবা আনিসুর। ছোটবেলা থেকেই আবাসিক মিশনে পড়াশোনা। গ্রামের বাড়িতে বিশেষ যাতায়াত ছিল না ওয়াসেফের। গ্রামে এলেও কারও সঙ্গে বিশেষ মেলামেশাও করত না। তবে, তাকে যেটুকু দেখেছেন তাতে মেধাবী, ভদ্র, ভাল ছেলে হিসেবেই জানতেন প্রতিবেশীরা।

advertisement

গতকাল থেকে টিভিতে গ্রামের ছেলের গ্রেফতারের খবর জেনেছেন এলাকার মানুষজন। ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন বাসিন্দারা। ওয়াসেফ যাতে কোনও অন্যায়ের শিকার না হয়। ঘটনার সঠিক তদন্ত হোক। তবে সত্যিই দোষী হলে শাস্তি পাক বলছেন বাসিন্দারা।

সেরা ভিডিও

আরও দেখুন
সাহেবদের হাতে শুরু মায়ের আরাধনা! শতবর্ষ প্রাচীন হ‍্যামিল্টনগঞ্জের কালীপুজোর সূচনা কীভাবে?
আরও দেখুন

ঘটনায় মুখ খুলেছে কংগ্রেস নেতৃত্ব। তিনি বলেন, ‘ওয়াসেফের বাবা আনিসুর রহমান এলাকায় অত্যন্ত ভাল মানুষ বলে পরিচিত। কার ছেলে কি হবে তা বলা যায় না। তাছাড়া এটা রাজনৈতিক কোনও বিষয় নয়।’ কেউ দোষ করলে ফল ভুগতে হবে প্রতিক্রিয়া ব্লক কংগ্রেস সভাপতির।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Update: দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ধৃত নির্যাতিতার সহপাঠী, কোথায় থাকে সে জানেন? এলাকায় খোঁজ নিতেই সামনে এল চমকপ্রদ তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল