TRENDING:

‘দুর্গাপুর স্টেট ডেয়ারির ’ পুনরুজ্জীবনের কাজ সরেজমিনে দেখলেন মন্ত্রী স্বপন দেবনাথ

Last Updated:

২০১০ সালে বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুর স্টেট ডেয়ারিকে পুনরুজ্জীবন করছে রাজ্য সরকার ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: ২০১০ সালে বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুর স্টেট ডেয়ারিকে পুনরুজ্জীবন করছে রাজ্য সরকার । ২০১৪ সালের ২২ ডিসেম্বর দুর্গাপুর স্টেট ডেয়ারিকে মাদার ডেয়ারির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ।পুনরুজ্জীবনের জন্য ৭.৬৫ কোটি টাকাও বরাদ্দ করে সরকার ।
advertisement

১৯৭২ সালে সিদ্ধার্থশঙ্কর রায় উদ্বোধন করেছিলেন "দুর্গাপুর স্টেট ডেয়ারির" । সেসময় উত্পাদন ছিল প্রতিদিন পঞ্চাশ হাজার লিটার । চুরি, দূর্নীতি, অতিরিক্ত শ্রমিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার না করার ফলে মুখ থুবড়ে পরে সংস্থাটি । চাহিদা অনুযায়ী উত্পাদন না করতে পারাও সংস্থাটি রুগ্ন হওয়ার অন্যতম কারণ । ২০১৩ সালে সেই সময়ের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষনা করেছিলেন বর্ধমান ডেয়ারিকে মাদার ডেয়ারির হাতে তুলে দেওয়া হবে । এরপরই দুর্গাপুর স্টেট ডেয়ারি ফের খোলার ব্যপারে প্রত্যাশা বাড়ে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

সোমবার পুনরুজ্জীবনের কাজের অগ্রগতি কিরকম চলছে সরজমিনে দেখতে দুর্গাপুরে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ । সবকিছু ঠিকঠাক চললে চলতি মাসেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে । এবার আর দুধ উৎপাদন নয়, আইসক্রিম, চকলেট আইসক্রীম, পনীর, ও প্যাকেট পায়েস উৎপাদন করা হবে । রাজ্য ও মাদার ডেয়ারির চুক্তি অনুযায়ী শ্রমিক নিয়োগ করবে মাদার ডেয়ারি । এদিন দুর্গাপুর স্টেট ডেয়ারির কাজ দেখে বেরনোর সময় মন্ত্রীকে ঘিরে কাজের দাবি জানায় স্থানীয়রা । মন্ত্রী চলে যাওয়ার পর কাজের দাবিতে আসা দু'দলের মধ্যে ধাক্কাধাক্কিও হয় ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘দুর্গাপুর স্টেট ডেয়ারির ’ পুনরুজ্জীবনের কাজ সরেজমিনে দেখলেন মন্ত্রী স্বপন দেবনাথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল