খোয়া যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৭৫ হাজার টাকা ফেরত পেলেন এক ব্যবসায়ী। স্বপন রায় নামে ওই ব্যবসায়ীকে বুধবার সিটি সেন্টার ফাঁড়িতে ডেকে তাঁর হাতে খোয়া যাওয়া টাকা তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় স্বপনের ৭৫ হাজার টাকা ভর্তি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ করেন স্বপন। স্বরূপ মন্ডল নামে এক ব্যক্তি ওই টাকা ভর্তি ব্যাগটি পান।
advertisement
আরও পড়ুন: আবর্জনার স্তূপে ভয়াবহ আগুন, বড়সড় দুর্ঘটনার আশঙ্কা হুগলির বাঁশবেড়িয়ায়!
আরও পড়ুন: ফের চোখরাঙানি করোনার, নবান্ন থেকেই বড় নির্দেশ মমতার!
ব্যাগ খুলে দেখেন টাকা ভর্তি আছে। এরপর স্বরূপ টাকা ভর্তি ব্যাগ সিটি সেন্টার ফাঁড়িতে জমা করেন। বুধবার দুপুরে স্বপনকে ডেকে টাকা ভর্তি ব্যাগ তাঁর হাতে তুলে দেওয়া হয়। টাকা ভর্তি ব্যাগ ফেরত দেওয়ার জন্য স্বরূপ মন্ডলকে ধন্যবাদ জানান স্বপন ও পুলিশকর্মীরা।
অর্পণ চক্রবর্তী