সেই মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। শিল্প শহর হলদিয়ার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়তেই কীর্তিমান ছেলের বিরুদ্ধে মানুষ তাদের ক্ষোভ উগরে দিয়েছেন ফেসবুক হোয়াটসঅ্যাপে। সকলেই অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
আরও পড়ুন - Bipattarini Pujo: লোকমুখে প্রচলিত মাহাত্ম্য, কী রীতি পালনে বিপত্তারিণী মায়ের পুজো হয় বর্গভীমা মন্দিরে
advertisement
এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এই তথ্যের প্রামাণ্য হিসেবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে৷ সেটাই ভাইরাল ভিডিও৷
জানা গেছে, ঘটনাটি হলদিয়া পৌরসভার ১১ নম্বার ওয়ার্ড এলাকার। ১১ নম্বার ওয়ার্ডের দুর্গাচকের বাসিন্দা মন্টু মিস্ত্রিকে ব্যাপক মারধর করছে তার ছেলে সঞ্জয় মিস্ত্রি। বছর ৭০ এর মন্টু মিস্ত্রি হলদিয়া রিফাইনারির অবসরপ্রাপ্ত কর্মচারী। বর্তমানে তিনি ছেলের সংসারেই দিন যাপন করেন। গুণধর ছেলে সঞ্জয় হলদিয়ার হিন্দুস্থান ইউনিলিভারে কর্মরত বলে খবর।
আরও পড়ুন - Rath Yatra 2022: ঐতিহ্য মেনে করোনা অতিমারির ২ বছর পরে ফের মহা সমারোহে মহেশের ৬২৬ বছরের রথ যাত্রা
শনিবার রাতে ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি দেখা যায় সঞ্জয় তার বাবা মন্টু মিস্ত্রিকে গলায় হাতের প্যাঁচ লাগিয়ে মারতে মারতে মাটিতে ফেলে দিচ্ছে। এখানেই থেমে না থেকে প্রহৃত বাবাকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দিচ্ছে। তাতে বাধা দিতে দেখা যায় ভিডিওতে দেখা যায় এক মহিলা সহ প্রতিবেশী এক-দুজনকে। হাড়হিম করা হৃদয়বিদারক এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ মানুষজন।
Sujit Bhoumik