TRENDING:

Durgapur Case Update: সম্পূর্ণ বদলে গেল দুর্গাপুরের নির্যাতিতার বাবার 'বয়ান'! মুখ্যমন্ত্রী-পুলিশকে নিয়ে যা বললেন, প্রশাসনকে বড় সার্টিফিকেট! কী এমন ঘটল জানেন?

Last Updated:

Durgapur Case Update: অভিযোগ ওঠে, গত শুক্রবার গণধর্ষণের শিকার হন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী এমন বললেন নির্যাতিতার বাবা?
কী এমন বললেন নির্যাতিতার বাবা?
advertisement

অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: দুর্গাপুর কাণ্ডে হঠাৎ অবস্থান বদল নির্যাতিতার বাবার৷ ঘটনার পর থেকে এতদিন পর্যন্ত রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করলেও বুধবার আচমকাই তাঁর মুখে অন্য কথা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ন্যায়বিচার পাওয়ার জন্য তাঁর উপরেই ভরসা রাখার কথা জানালেন তিনি৷ আস্থা রাখছেন পুলিশের তদন্তেও৷ যদিও কেন তাঁর এই অবস্থান বদল, তা স্পষ্ট করেননি নির্যাতিতার বাবা৷

advertisement

অভিযোগ ওঠে, গত শুক্রবার গণধর্ষণের শিকার হন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া৷ ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই ছাত্রীর বাবা এবং মা শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ নিজেদের মেয়েকে ওড়িশায় নিয়ে যেতে চান বলেও জানিয়েছিলেন তাঁরা৷

আরও পড়ুন: দুর্গাপুর কাণ্ডে সহপাঠী গ্রেফতার হতেই বিস্ফোরক নির্যাতিতার বাবা! জানিয়ে দিলেন ‘সিদ্ধান্ত’, বার্তা মুখ্যমন্ত্রীকেও

advertisement

রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে নির্যাতিতার বাবা ঘটনার পর বলেছিলেন, বাংলার সরকারের কোনও সাহায্য চাই না৷ আমি শুধু বিচার চাই৷ পুলিশ, মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন৷ এখানে কোনও নিরাপত্তা নেই৷ মেয়েকে ভুবনেশ্বর নিয়ে যেতে চাই৷

ঘটনার পর থেকেই কার্যত দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতাদের ঘেরাটোপে ছিলেন নির্যাতিতার বাবা৷ তাঁর সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ মেয়ের উপরে নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি তুলেছিলেন নির্যাতিতার বাবা৷ বুধবার দুপুরেও তিনি জানিয়েছিলেন, মেয়েকে নিয়ে ওড়িশায় ফিরে যেতে চান৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আপনার সোনার বাংলা সোনার থাক, আমরা মেয়েকে নিয়ে ওড়িশায় ফিরে যেতে চাই৷

advertisement

যদিও তার কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থান বদল করে নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমের সামনে বলেন, আমি মমতা দিদিকে মা বলে ক্ষমা চেয়ে নিচ্ছি৷ ওদের মেয়ে হিসেবেই আমার মেয়েকে রেখে যাচ্ছি৷ আমাকে নিজের ছেলের মতো ভেবে ক্ষমা করে দিন৷ উনি যা ন্যায় দেবেন, তাতেই আমরা খুশি৷

সেরা ভিডিও

আরও দেখুন
তমলুকে চলছে আজও এই প্রথা, কী জানেন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Case Update: সম্পূর্ণ বদলে গেল দুর্গাপুরের নির্যাতিতার বাবার 'বয়ান'! মুখ্যমন্ত্রী-পুলিশকে নিয়ে যা বললেন, প্রশাসনকে বড় সার্টিফিকেট! কী এমন ঘটল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল