অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: দুর্গাপুর মেডিক্যাল পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার আইনজীবী। তাঁর বক্তব্য, ‘ধর্ষণের ঘটনা পূর্ব পরিকল্পিত। নির্যাতিতার সহপাঠী ছাত্রই মাস্টারমাইন্ড।’ বুধবার এই ঘটনায় ধৃতদের মধ্যে চার জনকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। ওই চার জনকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আগামী ২৪ তারিখ হবে টিআই প্যারেড। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণকাণ্ডে ৪ জন অভিযুক্তকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
২৪ তারিখ নির্যাতিতা ছাত্রী ফুলঝোড় সংশোধনাগারে গিয়ে টিআই প্যারেডে অংশগ্রহণ করবেন। ধর্ষণের পরিকল্পনা করেই ওই ছাত্রীকে কলেজের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বলে এ দিন দাবি করেন নির্যাতিতার আইনজীবী।
তিনি বলেন, ‘যে পাঁচটি ছেলে এই ঘটনায় ধরা পড়েছে, তাদের সঙ্গে সহপাঠী ছাত্রের আগে থেকেই পরিচয় ছিল। সহপাঠী ছাত্র স্থানীয় গ্রামে যেত। সেখান থেকেই অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় ওই সহপাঠী ছাত্রের।’ অন্যদিকে রাজ্য সরকারের তরফে নিযুক্ত আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার নিষ্পত্তি হবে। দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঘটনায় অভিযুক্ত ছয় জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।’