দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে দুর্গাপুর সম্মান তুলে দেওয়া হবে প্রাপকদের হাতে। ইতিমধ্যে এই বিষয়ে একটি বৈঠক হয়েছে। দুর্গাপুর সম্মান অনুষ্ঠান প্রসঙ্গে বিস্তারিত বলতে গিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানিয়েছেন, যারা শহরের নাম উজ্জ্বল করেছেন, এমন তিনজন উদ্যোগপতির হাতে তুলে দেওয়া হবে দুর্গাপুর সম্মান। যার মধ্যে একজন এমন থাকবেন, যিনি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিপ্লব এনেছেন। স্টার্ট-আপ করে চমকে দেওয়ার সাফল্য পেয়েছেন, এমন একজনও থাকবেন পুরস্কার প্রাপকের তালিকায়।
advertisement
আরও পড়ুন : ‘বিচার পেতে যেন দশ-পনেরো বছর না লাগে’, আরজি কর কাণ্ডে পথে আইনজীবীরা
তাছাড়াও সমস্ত বিষয়ে মিলিয়ে আরও একজন এই দুর্গাপুর সম্মান পাবেন। অন্যদিকে,দুর্গাপুর সম্মানের অনুষ্ঠানে আরও পাঁচজনকে সম্মানিত করা হবে। সেই তালিকায় থাকছেন এমন পাঁচজন, যারা আগামী দিনের শহরের নাম আরও উজ্জ্বল করতে পারেন। সেখানে একাডেমিক হোক অথবা খেলাধুলো, যে কোনও বিষয়ে এমন পাঁচজন প্রতিভাবানের হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হবে সাম্মানিক হিসেবে।
আরও পড়ুন : কেউ এলেন শখের বাইক নিয়ে, কারোর আবার সঙ্গী স্কুটি! আরজি কর কাণ্ডে এ কোন দৃশ্য
এই বিষয়ে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে। যেখানে এডিডিএ’র চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুরের মহকুমা শাসক। দুর্গাপুরের সম্মানের অনুষ্ঠানকে সাধু উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যদিও কারা এই পুরস্কার পাবেন, সেই তালিকা এখনও প্রকাশ করা হয়নি। তবে তালিকা তৈরির জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ কমিটি।
নয়ন ঘোষ





