TRENDING:

Durgapur: একইদিনে দুর্গাপুরের দুই পৃথক জায়গা থেকে উদ্ধার ২টি ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

Last Updated:

কাঁকসায় রেলপাড় এলাকায় উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, একইদিনে বামুনাড়া এলাকা থেকেও উদ্ধার হয় প্রৌঢ়ের ঝুলন্ত মৃত দেহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: কাঁকসায় রেলপাড় এলাকায় উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, একইদিনে বামুনাড়া এলাকা থেকেও উদ্ধার হয় প্রৌঢ়ের ঝুলন্ত মৃত দেহ। মৃত গৃহবধূর নাম কবিতা কুমারী (২৫), মৃত প্রৌঢ়ের নাম হারাধন অধিকারী। শুক্রবার সন্ধ্যায় কাঁকসার রেলপাড়ের বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতা গৃহবধূর পরিবারের অভিযোগ, মৃতার স্বামী টাকার জন্য তঁদের মেয়েকে চাপ দিত। টাকা দিতে না পারায় খুন করেছে। আটক স্বামী অরিজিৎ মণ্ডল। অন্যদিকে কাঁকসার বামুনাড়া এলাকার আবাসনে থাকতেন বছর ৫৫-র হারাধন অধিকারী। ওই আবাসনে তিনি একাই ছিলেন, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ শনিবার সকালে ওই আবাসনের ভিতর থেকে উদ্ধার করে ঝুলন্ত দেহ। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।
advertisement

অন্যদিকে, পশ্চিম বর্ধমানে আদিবাসী শিশুকে দেওয়া হল ঘুমের ইঞ্জেকশন! একটুর জন্য রক্ষা প্রাণ! জঙ্গলমহলের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কাঁকসার তেলিপাড়ায় কিছু দুষ্কৃতী ঘুমের ইনজেকশন দিয়ে এক শিশুকে অপহরণের চেষ্টা করে। যদিও দুষ্কৃতীরা ব্যর্থ হয়েছে। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ঘুমের ইনজেকশন দিয়ে শিশুকে অপহরণের চেষ্টার ঘটনায় ঘুম উড়েছে স্থানীয় মানুষজনের। চিন্তিত এই শিশুটির পরিবার, পাশাপাশি চিন্তিত স্থানীয় মানুষজন। কারণ এলাকায় অনেক বাড়িতেই শিশুদের বসবাস। যারা বাইরে ঘোরাফেরা করে, নিজেদের মতো খেলা করে। ফলে দুষ্কৃতীরা ওই সমস্ত শিশুদের সঙ্গে এমন কাণ্ড ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন তাঁদের অভিভাবকরা। সব মিলিয়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চিন্তিত স্থানীয় মানুষজন ও অভিভাবকরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur: একইদিনে দুর্গাপুরের দুই পৃথক জায়গা থেকে উদ্ধার ২টি ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল