বর্ষাসুরের হামলায় শঙ্কিত বাংলা। সব ধরণের প্রস্তুতি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। বাংলার শারদ উৎসবে অসুর বৃষ্টির হানা। অন্তত আলিপুর হওয়া অফিসের নিদান এমনই। আর তাই সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এক দিকে ডিভিসির জল ছাড়া নিয়ে যেমন নজর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের, ঠিক তেমনই নজর রয়েছে দুর্গা পুজোয় আসন্ন দুর্যোগের ফলে যেন পুজো উদ্যোক্তা সহ সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়। সব রকম ভাবে প্রস্তুত থাকছে প্রশাসন। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকেও। পুজোয় কমিটিগুলি রাস্তার গেট বা মণ্ডপের দিকেও বিশেষ নজর থাকবে জেলা প্রশাসনের।
advertisement
আরও পড়ুন : ভোগে দেওয়া হয় মাছ পোড়া, দই সহযোগে পান্তা ভাত! জমিদারি নেই, কিন্তু রয়ে গিয়েছে ঐতিহ্য
দুর্গাপুজোয় প্রাকৃতিক দুর্যোগ সামলাতে বিভিন্ন দফতরকে একাধিক নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পূর্ণেন্দু কুমার মাজী। এ বিষয়ে তিনি বলেন, ‘দুর্গাপুজোর দিনগুলিতে নিম্নচাপের ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত দিয়েছে আবহাওয়া দফতর। সেইমত প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা জুড়ে দুর্গাপুজোর সময় বিপর্যয় এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুজোর দিনগুলিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে। সব মিলিয়ে বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয় হলেও যাতে সুষ্ঠুভাবে সামলানো যায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর পুজোর আনন্দ মাটি করতে উঠেপড়ে লেগেছে বৃষ্টি। ইতিমধ্যেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখে মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো সুষ্ঠুভাবে সামলে নিতে প্রতিবছর আগাম প্রস্তুতি নেয় প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তার যানজট নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয়ে নজর দেওয়া হয়। কিন্তু চলতি বছর এসবের পাশাপাশি রয়েছে বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তাই আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। পুজোর সময় মোকাবিলা দফতর সহ অন্যান্য দফতর সচল রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এমনকি বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলিকেও তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।