গতবছরও মেদিনীপুর শহর-সহ পার্শ্ববর্তী এলাকায় নিজেই বাইক নিয়ে ঘুরে বেড়িয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। এবছরও অন্যথা হয়নি। অষ্টমীর সন্ধ্যায় আবহাওয়া ভাল ছিল, প্যান্ডেলে-প্যান্ডেলে উপচে পড়া ভিড়। খড়্গপুর, মেদিনীপুরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ব্যাপক ভিড় ছিল। ভিড়ের মধ্যে সাধারণ দর্শনার্থী ও মহিলাদের সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। জেলা জুড়ে ১৭টি বাইক বাহিনী নজরদারি চালাচ্ছে। এদিন সন্ধ্যায় নিজেই বাইক চালিয়ে মেদিনীপুর ও খড়্গপুরের একাধিক এলাকা পরিদর্শন করলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
advertisement
পুজোর সময় যাতে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ জেলা পুলিশের একটি টিম মেদিনীপুর শহর ও খড়গপুর শহরে বাইক করে ঘুরছেন। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার-সহ অন্যান্য পুলিশ অধিকর্তারা। শুধু তাই নয়, বিভিন্ন থানা এলাকায় বাইক নিয়ে ঘুরেছেন আধিকারিকেরা। =জেলার মানুষ যাতে শান্তিতে নির্বিঘ্নে পুজো কাটাতে পারেন তাই পুলিশের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার রাতেও নিজেও বাইক নিয়ে টহল দিয়েছেন।