এবারের করোনা আবহে খোলামেলা মন্ডপ করেছে বর্ধমান শহরের ইছলাবাদ কিরণ সংঘ। ছবিতে, ব্যঙ্গচিত্রে বাঙালির আবেগের সবকিছু তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। বাঙালি মানেই খাদ্যরসিক। বাঙালি মানেই মাছের বাজারে ইলিশ চিংড়ি। বাঙালি মানেই মোহনবাগান ইস্টবেঙ্গলের দড়ি টানাটানি। বাঙালি মানেই রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, পথের পাঁচালী। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, দোল উৎসব থেকে জামাইষষ্ঠী সব ছবি তুলে ধরা হয়েছে মন্ডপের আনাচে কানাচে। বাঙালির ঐতিহ্য মাথায় রেখে এখানে কুলোর মধ্যে আরাধনা মা দুর্গার। কুলোর মধ্যেই মা দুর্গা, লক্ষ্মী সরস্বতী, কার্তিক, গণেশ।
advertisement
উদ্যোক্তারা জানালেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তৈরি হয়েছে মন্ডপ৷ এবার বাজেট কমেছে অনেকটাই তবুও এলাকার বাসিন্দাদের আবেগের কথা মাথায় রেখে পুজোর আয়োজন করা হয়েছে৷ এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে পারবেন সকলেই।তবে মাস্ক ছাড়া কাউকেই মন্ডপ চত্বরে ঢুকতে দেওয়া হবে না। হাইকোর্টেের যাবতীয় নির্দেশ মেনে চলা হবে। এলাকার বাসিন্দাদের সুস্থতার উপর সবচেয়ে বেশি নজর রাখা হবে। গতবার গনসার চায়ের দোকান থিম করে বিশেষ প্রশংসা কুড়িয়েছিল এই পুজো কমিটি। সে কথা মাথায় রেখেই দর্শকদের আকর্ষণ এবারও নিজেদের দিকে টানতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা।