আজ জমিদারি নেই, কিন্তু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে ঘোষবাড়ির দালানকোঠায়। ১৯৭১ সালে তরুণ মজুমদারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘নিমন্ত্রণ’-এর শুটিং হয়েছিল এই ঠাকুরদালানে। বাড়ির সদস্য তৃপ্তি ঘোষ জানালেন শ্যুটিং-এর দিনগুলিতে অনুপকুমার এবং সন্ধ্যা রায় সেই সময়ে দালানকোঠায় ছাগল চড়িয়েছিলেন। পাশাপাশি ইছামতি নদীতে নৌকাবিহারও করেছিলেন।
আরও পড়ুন : আগাছায় ঢেকেছে জমিদার বাড়ি, জৌলুস কমলেও ৬০০ বছরের প্রাচীন দুর্গাপুজোয় আজও বহমান এক বিশেষ রীতি
advertisement
এছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘শাস্তি’ ছবির চিত্রনাট্য লেখা হয়েছিল এই দালানকোঠায়। তাই আজ ঘোষ বাড়ির পুজো সর্বজনীন গ্রামের পুজো হয়ে দাঁড়িয়েছে। বংশপরম্পরায় দাস পরিবারের মহিলা প্রতিমা শিল্পীরা আজও প্রতিমা করেন। প্রতিমা শিল্পী সাধনা দাস বলেন, ‘‘আমাদের পুরনো প্রজন্ম, তার পরের প্রজন্ম এই প্রতিমা গড়েছেন। আমরাও এক কাঠামোর প্রতিমা তৈরি করে চলেছি।’’ ঘোষবাড়ির পুজোর সূচনা প্রতিপদে। তার পর থেকে দশ দিন ধরে চলে দুর্গাপুজো। আজও প্রাচীন সংস্কৃতি বহন করে চলেছে ঘোষবাড়ির পুজো।