প্রসঙ্গত,এবার দিঘার জগন্নাথ ধামের অনুকরণে মণ্ডপ গড়ে তুলছে দুর্গাপুরের শংকরপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটি। তাঁদের পুজোর এই বছরের থিম দিঘার জগন্নাথ মন্দির। হুবহু সেই মন্দিরের আদলেই গড়ে উঠছে বিশাল মণ্ডপ। মণ্ডপ ও প্রতিমা দর্শনের পরেই বহির্দ্বারে মিলবে শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রসাদ। সবমিলিয়ে এককথায় দিঘার জগন্নাথ ধামের পরিবেশ গড়ে উঠবে ওই মণ্ডপ চত্বরে।
advertisement
আরও পড়ুন : দুবাই নয়, এবার পুরুলিয়ায় দেখুন স্বামী নারায়ণ মন্দির! দর্শকদের জন্য রইল সব তথ্য
এবার শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো ২৬ তম বর্ষে পদার্পণ করছে। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ২৪ বছর ধরে সাধারণভাবে পুজো হত এই এলাকায়। গত বছর রজত জয়ন্তী বর্ষে থিম পুজো করা হয়। আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে পুজোমণ্ডপ তৈরি করা হয়েছিল, যা দর্শকদের নজর কেড়েছিল ও সুনাম অর্জন করেছিল।
আরও পড়ুন : এতদিন খাতায় চলছিল কারসাজি, এবার অনলাইনে মাটি অর্ডার! ছোট্ট মেয়ের কাণ্ড দেখে অবাক হবেন
পুজোয় বাইরে থেকে দলে দলে দর্শনার্থীরা দুর্গাপুরে আসেন প্রতিমা সহ মণ্ডপ দর্শন করতে। সকলেই যাতে সহজে খুঁজে পান তাই পুজো কমিটির পক্ষ থেকে সকলের জন্য রইল লোকেশন।
লোকেশন – শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো
তাই এ বছরও দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার তাগিদে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করার চিন্তাভাবনা। এ বছরের থিম সেরার সেরা হবে বলে যথেষ্ট আশাবাদী পুজো উদ্যোক্তারা। উদ্যোক্তাদের আরও দাবি, গত বছরের থেকেও এ বছরের থিম দর্শনার্থীদের আরও বেশি নজর কাড়বে। দিঘার জগ্ননাথ থাম দর্শন করতে যে সমস্ত মানুষ এখনও দিঘা যেতে পারেননি, তাঁদের জন্য এই থিম হুবুহু গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দুর্গাপুর ইসকন মন্দিরের প্রভু সহ ভক্তরা এই মণ্ডপের পরিবেশ আরও ফুটিয়ে তুলবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁরা আশাবাদী লক্ষ লক্ষ টাকা ব্যায়ে গড়ে ওঠা আকর্ষণীয় ওই মণ্ডপ দেখতে ভিড় করবেন দর্শনার্থীরা। গত বছর এই পুজো কমিটির থিম সরকারি সহ বহু সংস্থার কছে সেরার শিরোপা পেয়েছিল।