TRENDING:

Durga Puja 2025: জলঘড়ি দেখে পালিত অষ্টমীর আচার, এই গ্রামে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এক বিশেষ রীতিতে

Last Updated:

Durga Puja 2025: এখানে কোন ভক্তকে মা খালি হাতে ফেরায় না! এই গ্রামে মা মহামার একটি শিলা মুর্তি রয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরি: এই গ্রামে ধুমধাম করে মা দুর্গার আরাধনা হলেও কোনও দেবীর প্রতিমার আরাধনা হয় না, শুধুমাত্র ঘটেই পুজো হয় এখানে! তবে কেন এই গ্রামে দুর্গা প্রতিমার পুজো হয় না। কেন শুধুমাত্র একটি ঘট পেতে পুজো হয় মা দুর্গার! শুধু মা দুর্গার পুজো ঘটে হয় এমনটা নয়, এই গ্রামে কোনও দেবী প্রতিমার পুজো হয় না। দেবপ্রতিমার পুজো হলেও দেবীপ্রতিমার শুধুমাত্র ঘটেই পুজো হয়!
সামনে মা মহামায়ার শিলামূর্তি, পুজো করছেন পুরোহিত
সামনে মা মহামায়ার শিলামূর্তি, পুজো করছেন পুরোহিত
advertisement

পুজোর বিশেষ বৈশিষ্ট্য এখানে অষ্টমীর বিশেষ আচার জলঘড়ি দেখে পালিত হয়! বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে। আর পাঁচটা জায়গার মতো বাঁকুড়ার বড়জোড়া ব্লকের জঙ্গলে ঘেরা এই সাহায্যরা গ্রামেও দুর্গাপুজো হয়, কিন্তু এখানে গেলে আপনি কোনও দুর্গা প্রতিমা দেখতে পাবেন না। এখানে মা দুর্গার একটি ঘট পেতে পুজো হয়। কারণ প্রচলিত প্রাচীন বিশ্বাস, এখানেই রয়েছে স্বয়ং মা মহামায়া!

advertisement

আরও পড়ুন : বিপর্যয়ে তছনছ কেরিয়ার! অভাবে অসুখে লন্ডভন্ড সংসার! রবিবার ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণে ছারখার এই ৫ রাশির জীবন!

এই মন্দিরের পূজারী বাসুদেব রায় জানান, “বিষ্ণুপুরের রাজা স্বপ্নাদেশ পেয়ে এই গ্রামে মা মহামায়ার শিলা মূর্তিটিকে প্রতিষ্ঠিত করেন এবং সেখানে নিয়ম করে নিত্য সেবা ও অন্নভোগসেবা হতে থাকে। এই গ্রামে দেব মূর্তির পুজো হলেও দেবীদের এখানে ঘটে পুজো হয়! সেই রীতি থেকেই গ্রামে মা দুর্গার পুজোও ঘটে অনুষ্ঠিত হয় ।”  এখনও মায়ের এই মন্দিরের বহুদূর থেকে ভক্তরা আসেন, শোনা যায় এখানে মা মহামায়া তাঁর কোনও ভক্তকে খালি হাতে ফেরান না। এই জঙ্গলে ঘেরা সাহায্যরা গ্রামে পাশাপাশি রয়েছে মা মহামায়ার মন্দির এবং একটি টিনের ঘরে পুজো হয় মা দুর্গার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: জলঘড়ি দেখে পালিত অষ্টমীর আচার, এই গ্রামে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এক বিশেষ রীতিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল