পুজোর বিশেষ বৈশিষ্ট্য এখানে অষ্টমীর বিশেষ আচার জলঘড়ি দেখে পালিত হয়! বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে। আর পাঁচটা জায়গার মতো বাঁকুড়ার বড়জোড়া ব্লকের জঙ্গলে ঘেরা এই সাহায্যরা গ্রামেও দুর্গাপুজো হয়, কিন্তু এখানে গেলে আপনি কোনও দুর্গা প্রতিমা দেখতে পাবেন না। এখানে মা দুর্গার একটি ঘট পেতে পুজো হয়। কারণ প্রচলিত প্রাচীন বিশ্বাস, এখানেই রয়েছে স্বয়ং মা মহামায়া!
advertisement
এই মন্দিরের পূজারী বাসুদেব রায় জানান, “বিষ্ণুপুরের রাজা স্বপ্নাদেশ পেয়ে এই গ্রামে মা মহামায়ার শিলা মূর্তিটিকে প্রতিষ্ঠিত করেন এবং সেখানে নিয়ম করে নিত্য সেবা ও অন্নভোগসেবা হতে থাকে। এই গ্রামে দেব মূর্তির পুজো হলেও দেবীদের এখানে ঘটে পুজো হয়! সেই রীতি থেকেই গ্রামে মা দুর্গার পুজোও ঘটে অনুষ্ঠিত হয় ।” এখনও মায়ের এই মন্দিরের বহুদূর থেকে ভক্তরা আসেন, শোনা যায় এখানে মা মহামায়া তাঁর কোনও ভক্তকে খালি হাতে ফেরান না। এই জঙ্গলে ঘেরা সাহায্যরা গ্রামে পাশাপাশি রয়েছে মা মহামায়ার মন্দির এবং একটি টিনের ঘরে পুজো হয় মা দুর্গার।