দুর্গাপুরের সিটি সেন্টারের এই হোটেলে পুজোয় থাকছে বিশেষ আয়োজন। রাজবাড়ির স্পেশাল বিভিন্ন পদ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুজোর ভুরিভোজের থালি। থাকছে ইলিশ বিরিয়ানি, চিতল মাছের মুইঠার মত বিভিন্ন পদ। ১২৯৯ টাকার এই থালিতে মাটন, চিকেন, চিংড়ি সবকিছুই পাবেন খাদ্যরসিকরা। পুজো স্পেশাল থালি খাদ্য রসিকদের কাছে স্বর্গ সমান হবে। আবার টিনেজারদের জন্য ৩৯৯ টাকার স্পেশাল বুফে থাকছে।
advertisement
আরও পড়ুন- MBBS পড়ার স্বপ্ন? কোন দেশ থেকে ডিগ্রি নিলে মাইনে হবে ২ কোটি টাকা? ভীষণ সহজ!
রাজবাড়ির বিশেষ পদ ছাড়াও মিষ্টিতে বাজিমাত করতে চাইছে উদ্যোক্তা হোটেল সংস্থাটি। হোটেল সংস্থাটি জানিয়েছে, যে মিষ্টি পুজো স্পেশাল থালিতে পরিবেশন করা হবে, সেগুলি বাইরে থেকে কিনে আনা হবে না। হোটেলের নামী সেফরা সেগুলি তৈরি করবেন সেখানেই। ফলে বাঙালির বিভিন্ন প্রিয় মিষ্টির অফুরন্ত সম্ভার থাকবে পুজোর সময়। অন্যদিকে ছ’বছরের কম বয়সী ছোট সদস্যদের জন্য কোনও বাড়তি খরচ দিতে হবে না।
আরও পড়ুন- রণবীর প্রথম উপার্জনের টাকা এনে রেখেছিলেন নীতুর পায়ে… কত ছিল সেই অঙ্ক? জানলে চমকে যাবেন
ষষ্ঠীর দিন থেকেই উৎসব প্রিয় বাঙালির জন্য এই অফার শুরু হয়ে যাচ্ছে। দশমী পর্যন্ত থাকবে এই অফার। টিনেজার স্পেশাল ৩৯৯ টাকার বুফেও পাওয়া যাবে পাঁচদিন। প্রতিদিন মেনুতে করা হবে পরিবর্তন। কিন্তু মাছ, মাংস কোনও কিছুই বাদ যাবে না। চাইলে আগে থেকে বুকিং করে রাখতে পারবেন। পুজোয় আসা অতিথিদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সে বিষয়টির দিকেও নজর রয়েছে হোটেল কর্তৃপক্ষের। সব মিলিয়ে পুজোর সময় ভোজন রসিকদের জন্য থাকছে রাজকীয় আয়োজন।
নয়ন ঘোষ





