TRENDING:

Hooghly News: হুগলির প্রাচীনতম শ্রীরামপুরের বুড়ি দুর্গা, ৪১৮ বছর ধরে পুজো হচ্ছে একই কাঠামোয়

Last Updated:

Durga Puja 2023 418 year old Buri Durga Puja of Srirampur: হুগলির শ্রীরামপুরের অতি প্রাচীন দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম হল বুড়ি দুর্গা পুজাো। এই বছর ৪১৮ বছরে পদার্পণ করছে এই বাড়ির দুর্গা পুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: হুগলির শ্রীরামপুরের অতি প্রাচীন দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম হল বুড়ি দুর্গা পুজাো। এই বছর ৪১৮ বছরে পদার্পণ করছে এই বাড়ির দুর্গা পুজো। ঋক বেদের দেবী পুরাণ মতে পুজো হয়। মহালয়ার পরের দিন থেকেই এই পুজ শুরু হয়ে যায়। এখানে ঠাকুর হয় খোপ বাংলা চালায়। ঠাকুরের গায়ে থাকে ডাকের সাজ। এই পুজোর রীতিনীতি আজও একই রকম ভাবে মেনে আসা হচ্ছে।
advertisement

এখানে দেবী দুর্গা পূজিত হন বাড়ির মেয়ে রুপে। বাড়ির পাশেই গঙ্গা থাকার পরেও নব পত্রিকা স্নান হয় ঠাকুরদালানেই। অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় গোটা পরিবেশ প্রদীপের আলো ও পুজোর আচারে একেবারে এক আলোকময় চিত্র তৈরি করে। নবমীর দিন হয় কুমারী পুজো, সঙ্গে রয়েছে ধুনা পড়ানোর রীতি। ঠাকুরের ভোগের রয়েছে বিশেষ বিশেষত্ব।

advertisement

সপ্তমীর দিন ঠাকুরকে দেওয়া হয় সাত পদ, অষ্টমীর দিন আট পদ ও নবমীর দিন নয় পদের ভোগ নিবেদন করা হয়। দশমীর দিন পান্তা ভাত, চালতা দিয়ে মোটর ডাল ও কচু শাক দিয়ে ভোগ দিয়ে ঠাকুরকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ ICC World Cup 2023: বিশ্বকাপে রোহিত শর্মা গড়তে পারেন ৫ মহারেকর্ড, ভাঙতে পারে সচিনের নজির

advertisement

View More

একসময় এই বাড়ির পুজোয় ঠাকুরদালানে গান গেয়ে গিয়েছিলেন অ্যান্টনি কবিয়াল। আগে পুজোতে কবি গানের আসর বসতো রাত জুড়ে। তবে বর্তমানে কবি গানের আসর না বসলেও পূজোর চারটে দিন নাচ-গান হই হুল্লোড়ে মেতে থাকে গোটা পরিবার।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হুগলির প্রাচীনতম শ্রীরামপুরের বুড়ি দুর্গা, ৪১৮ বছর ধরে পুজো হচ্ছে একই কাঠামোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল